বিশ্ব ꦫক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটের নাম পরিসংখ্যানের নিরিখে সচিন তেন্ডুলকর। টেস্ট থেকে ওডিআই, সচিনের রান সবথেকে বেশি। তাঁর প্রজন্মের তো বটেই, পরের প্রজন্মের ক্রিকেটারদের মধ্যেও মাস্টার ব্লাস্টারের সমান প্রতিভা খুঁজে পাওয়া যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ সবই জিতেছেন দেশের হয়ে। একের পর এক বিরল রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন-সঞ্জুর ওপেনিং থেকে মায়��াঙ্কদের অভিষেক! T20 সিরিজে কোনܫ ৫ বিষয়ে লক্ষ্য থাকবে ভারতের!
যদিও অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো বিভিন্ন দেশের ক্রিকেটাররাই মাস্টার ব্লাস্টারের এই সাফল্যকে ঈর্ষা করে থাকে। সেটাই আরও একবার প্রমাণ মিলল সদ্য পাঞ্জাব কিংসের হেড কোচ হওয়া রিকি পন্টিংয়ের গলায়। সচিন তেন্ডুলকরের প্রজন্মের সব থেকে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পন্টিং বেছে নি🧸লেন অন্য দুই ক্রিকেটারকে। অথচ তাঁদের থেকে লিটল মাস্টারের রান বা শতরানের সংখ্যা যথেষ্টই বেশি।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আইপিএলের ক্লাব পঞ্জাব কিংসের দায়িত্ব গ্রহণ করেছেন রিকি পন্টিং। অতীতে নিজেদের কেরিয়ারের শেষ প্রান🔯্তে পন্টিং খেলেছেন সচিন তেন্ডুলকরের সঙ্গেও। যদিও তাঁর প্রজন্মের সেরা ক্রিকেটারের তালিকায় সচিনকে রাখলেন না অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি প্রথম দুইয়ে রাখলেন বিশ্বকাপ না জেতা দুই ক্রিকেটারকে। একজন জ্যাক ক্যালিস এবং অপরজন ব্রায়ান লারা।
আরও পড়ুন-শ্রীলঙ্কান অধিনায়ককে বারে তুলল🍎েন হিলি! ট্র্যাপে পা দিয়ে পরের বলেই আউট চামারি…
সম্প্রতি রিকি পন্টিং স্কাই স্পোর্টসের এক অনুষ্ঠানে বলেছেন, ‘যদি আমার সময়ের সব থেকে প্রতিভাবান ক্রিকেটারের কথা বলতে বলো, তাহলে আমি বলব জ্যাক ক্যালিস। আমার দেখা সবথেকে প্রতিভাবান ক্রিকেটার ক্যা🦋লিস, কারণ ওর অলরাউন্ড পারফরমেন্স। আমি শুধু ব্যাটারের কথা বলছি না, প্রতিভাবান ক্রিকেটারের কথা বলছি। ওর ৪০-৪৫টা শতরান রয়েছে, ৩০০র মতো উইকেট রয়েছে। টেস্ট ক্রিকেটে ভালো ভালো ক্যাচও রয়েছে ওর ঝুলিতে। আমার মতে, ওর আরও সম্মান পাওয়া উচিত ছিল, আরও চর্চায় থাকা উচিত ছিল ক্যালিসের। ওর যা প্রতিভা, সেই অনুযায়ী ও লাইমলাইটে আসেনি ’।
EPL-এ পয়েন🉐্ট তালিকায় শীর্ষে লিভারপুলই! ধাওয়া করছে সিটি,আর্সেনাল! আজ মাঠে নামছে ম্য🅠ান ইউ,চেলসি…
পন্টিং আরও বলছেন, ‘আমার চোখে দেখা সব থেকে প্রতিভাবান এবং ব্যাটার হচ👍্ছে ব্রায়ান লারা ’। এর অবশ্য কারণ জানাতে পারেননি তিনি। হতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বা ভারতের মাটিতে অজিদের বিরুদ্ধে যেভাবে মাথা উচিয়ে লড়তেন সচিন তেন্ডুলকর, সেটা হয়ত পছন্দ ছিল না তাঁর। তাই মাস্টার ব্লাস্টারের কৃতিত্বর থেকেও সেই তুলনায় পিছিয়ে থাকা ব্যাটারকেই তিনি নিজের পছন্দের তালিকায় ওপরে রাখলেন।