ভারতে টি-টোয়েন্টি ক্রিকেটে কি তিনিই এই মুহূর্তে ভারতের সেরা ‘ফিনিশার’? ফের সেই আলোচনা জিইয়ে দিলে🐭ন রিঙ্কু সিং। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ঝড় তুললেন উত্তরপ্রদেশ তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা ক্রিকেটার। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে অপরাজিত ৭৭ রান করেন। চারটি চার এবং ছ'টি ছক্কা মারেন। স্ট্রাইক রেট ছিল ২৩৩.৩৩। সেটা ছাড়াও যে কায়দায় তিনি ইনিংস শেষ করেছেন, সেটা আরও আকর্ষণীয় ছিল। কারণ একটা সময় ২১ বলে ৩৮ রানে খেলছিলেন। সেখান থেকে ৩৩ বলে ৭৭ রানে ইনিংস শেষ করেন রিঙ্কু।
বৃহস্পতিবার মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৬৯ র𝔉ান তোলে উত্তরপ্রদেশ। একাই অপরাজিত ৭৭ রান করেন রিঙ্কু। অথচ ১৮ ওভারের শেষেও বলা যাচ্ছিল না যে মোহালඣিতে রিঙ্কু-ঝড় উঠবে। সেইসময় ২১ বলে ৩৮ রানে খেলছিলেন। তারপরই হাত খোলেন কেকেআরের তারকা ব্যাটার। শেষ দুই ওভারের ১২টি বলই খেলেন। আর ওই ১২ বলে ৩৯ রান করেন। বেধড়ক মার খান সিদ্ধার্থ কৌল এবং আর্শদীপ সিং। কৌলের ১৯ তম ওভারে ১৭ রান করেন রিঙ্কু। আর আর্শদীপের ২০ তম ওভারে তোলেন ২৩ রান।
রিঙ্কুর বিধ্বংসী ‘ফিনিশ’
১) ১৮.১ ওভার: ফাইন লেগ দিয়ে ছক্কা।
২) ১৮.২ ওভার: ডিপ মিড-উইকেট দিয়ে ছক্কা।
৩) ১৮.৩ ওভার: দু'রান নেন রিঙ্কু।
৪) ১৮.৪ ওভার: দু'রান নেন রিঙ্কু।
৫) ১৮.৫ ওভার: কোনও রান হয়নি।
৬) ১৮.৬ ওভার: এক রান নেন।
৭) ১৯.১ ওভার: ওয়াইড বল হয়।
৮) ১৯.১ ওভার: ডিপ মিড-উইকেটে ছক্কা মারেন রিঙ্কಞু।
৯) ১৯.২ ওভার: দু'রান নেন রিঙ্কু।
১০) ১৯.৩ ওভার: ছক্কা মারেন রিঙ্কু।
১১) ১৯.৪ ওভার: কোনও রান হয়নি।
১২) ১৯.৫ ওভার: ডিপ মিড-উইকেটে ছক্কা মারেন।
১৩) ১৯.৬ ওভার: দু'রান করেন রিঙ্কু।
এমনিতে রিঙ্কু রান পেলেও ব্যর্থ হয়েছেন কেকেআরের অধিনায়ক নীতীশ রানা। তিনে নেমে ১৮ বলে ১৭ রান করেন। রান-আউট করে দেন মনদীপ সিং। ব্যর্থ হন উত্তরপ্রদেশের দুই ওপেনার - অভিষেক গোস্বামী এবং করণ শর্মা। টপ-অর্ডারের ব্যর্থতার পর চতুর্থ উইকেটের জুটিতে উত্তরপ্রদেশকে টেনে নিয়ে যান রিঙ্কু এবং সমীর রিজভি। তাঁদের জুটিতে ৫৩ বলে ১১৬ রান ওঠে। সেই জুটির সৌজন্যেই নির্ধারিত ২০ ওভ꧂ারে তিন উইকেটে ১৬৯ রান তোলে উত্তরপ্রদেশ। ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন রিজভি।