মহম্মদ শামিকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর রিকোভারি কেমন চলছে তা স্পষ্ট করলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে গোড়ালিতে চোট পান মহম্মদ শামি। এরপর থেকে আর তাঁকে ক্রিকেট মাঠে দেখা যায়নি। চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারও করা হয় শামির। তবে এখনও সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফিরতে পারেননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি শামি।অস্ট্রেলিয়া সফরে তাঁকে পাওয়ার ব্যাপারে খুব একটা নিশ্চিত নন র💖োহিত শর্মা। তিনি বলেন, ‘সত্যি বলতে এটা বলা খুব মুশকিল তাকে অস্ট্রেলিয়ার সফরে পাওয়া যাবে কিনা। তার ফিরে আসা নিশ্চিত ছিল, তবে নতুন করে হাঁটুতে ফোলা তাকে কিছুটা পিছিয়ে দেয়। আবার সবকিছু প্রথম থেকে শুরু করেছে ও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকোডেমিতে ডক্টর এবং ফিজিওদের পরামর্শ মেনে চলছে সে’।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর ভারত এবার ৩টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে ৫টি টেস্ট খেলবে। রোহিত বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া সফরে সম্পূর্ণ ফিট শামিকে চাই, আমাদের ধৈর্য্য রাখতে হবে’। মহম্মদ শামি ২০২৩ সালের নভেম্বরে শেষ ক্রিকেট ম্যাচ খেলেছেন, যেখানে বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। যদিও গতবছরের শেষ দিকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে তাঁর নাম ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম ছাড়পত্র না দেওয়ায় আর খেলা হয়নি শামির। চোট সারিয়ে কবে এ𓃲ই ভারতীয় পেসার আবার মাঠে ফিরে আসেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সমর্থকরা।
প্রসঙ্গত, ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলতে চলেছে। প্রথম টেস্ট শুরু হবে বুধবার থেকে। বেঙ্গলুরুতে অনুষ্ঠিত হতে চলা এই টেস্টে নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। এরপর ২৪ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১ নভেম্বর থেকে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করার জন্য এবং অস্ট্রেলিয়া সফরের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজ। বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চꦬ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পয়লা নম্বর স্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। উল্লেখ্য, আগামী বছর জুন মাসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে।