প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ফিল্ডিং কোচ জন্টি রোডস অতীতে রোহিত শর্মার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। তিনি জানান, রোহিত সচিনের মত অত প্র্যাক্টিস করতেন না। সচিন অনেক কঠোর পরিশ্রম করতেন প্র্যাক্টিসের সময়। বিগত কিছু বছরে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোহিত শর্মা। প্রথমে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলা শুরু করেছিলেন রোহিত। পরে মহেন্দ্র সিং ধোনি তাঁ🦄কে ২০১৩ সালে ওপেনার হিসাবে খেলার সুযোগ দেন। ℱতারপর বাকিটা ইতিহাস। ৮০০০-এর বেশি ওডিআই রান করে রোহিত বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ওপেনার ব্যাটসম্যান। আইপিএল-এ তাঁর সাফল্যের ঝুলি কম বড় না। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ৫ বার ট্রফি জিতেছেন রোহিত, করেছেন ৬৫০০-এর বেশি রান।
রোহিত শর্মার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন প্রাক্তন এমআই কোচ জন্টি রোডস। সচিনের মতো রোহিত নাকি কঠোর অনুশীলন করতেন না। এমনকি তিনি জানান, রোহিতের টেকনিকেও গলদ ছিল। তিনি এক ইউটিউব পডকাস্টে বলেন, ‘রোহিত এখনও বদলায়নি। এটা মজার বিষয়। তাঁর ব্যাট করতে নামার স্টাইল এবং নেটে প্র্যাক্টিসের ধরণ, এমনকি শ্যাডো-হিট করার ধরণ খুবই সহজ সরল। তিনি সচিন তেন্ডুলকরের মতো কঠোর অনুশীলন করেননি। এটা নিশ্চিত। হয়তো তিনি মাঝে মাঝে নেট থেকে দূরে অনুশীলন করে কিন্তু আমি মনে করি তাঁর কাছে সেরা টেℱকনিক্যাল দক্ষতা নেই’।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন শিরোপাও লাভ করেছে ভারত। রোহিতের শুরুর পাওয়ার প্লে ওভারে দুরন্ত ব্যাটিং দলকে সাহায্য করেছে অনেক। রোহিতের ফুট মুভমেন্ট ভালো না হওয়া সত্ত্বেও কিভাবে সফলতা পাচ্ছেন🍷 সে বিষয়ে জন্টি রোডস বলেন, তিনি ব্যাপক সাফল্য অর্জনের জন্য নিজের শক্তির উপর নির্ভর করেছেন। রোডস বলেন, ‘খুব বেশি ফুট মুভমেন্ট না করার জন্য তিনি সমালোচিত হচ্ছেন, কিন্তু&nbsꩵp; তিনি ক্রিজে খুব শান্ত থাকেন এবং কব্জির ব্যবহার ভালোভাবে করেন। তাঁকে দেখে খুব ভালো লাগে কারণ তিনি একই রয়েছেন, নিজের প্রতি সৎ রয়েছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ’। অধিনায়ক হিসাবে ফের একবার মাঠে নামতে চলছেন রোহিত। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে তাঁকে খেলতে দেখা যাবে। অন্যদিকে, বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানকে টেস্টে ২-০ ব্যবধানে হোয়াটওয়াশ করে ভারতের বিরুদ্ধে খেলতে আসছে।