কদিন পরই টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছেꦉন রোহিত শর্মা। আগামা সেপ্টেম্বর মাস থেকেই বাংলাদেশের বিপক্ষে শুরু হবে টেস্ট সিরিজ। সেই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অঙ্গ। আগামী কয়েক মাসে ভারতীয় দল মোট ১০টি টেস্ট ম্যাচ খেলবে, তার মধ্যে ভারতকে জিততে হবে ৬টি ট🌜েস্টে। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুটি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতেই তিনটি ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। দুটি সিরিজ থেকে থেকে পাঁচটি টেস্ট জিতে নিতে পারে ভারতীয় দল, তাহলেই পরের সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে একটি টেস্ট জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। এর আগেই টিম ইন্ডিয়ার অধিনায়ক সময় দিলেন ফিটনেসে।
আরও পড়ুন-EPL- হালান্ডের হ্যাটট্রিকে দুর😼ন্ত ♔জয় সিটির,হেরে গেল ইউনাইটেড! জিতল আর্সেনাল, টটেনহ্যাম…
ভারতীয় দলের পারফরমেন্স এবং সাফল্য, অনেকটাই নির্ভরশীল অধিনায়ক রোহিত শর্মার ওপর। তাই সহকারি কোচ অভিষেক নায়ারের সঙ্গে এক পার্কে কার্ডিও অনুশীলন কর𝓰তে দেখা গেল হিটম্যানকে। মূলত ফিটনেস বাড়ানোর জন্যই এই অনুশীলন করা হয়। অভিষেক নায়ারের সঙ্গে হিটম্যানের সম্পর্ক দীর্ঘদিনের। রোহিতের এই মূহূর্তে যা বয়স তাতে তাঁকে খেলা চালিয়ে যেতে গেলে ফিট থাকতে হবে, সেই কারণেই ভারতীয় দলের বর্তমানে দীর্ঘবিরতির মধ্যেও কার্ডিও অনুশী🧸লনে আলাদাভাবে ব্যস্ত থাকলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন-MLS- ভিডিয়ো, দুরন্ত সুয়ারেজ,জিততে অসুবিধা হল 🌼না মেসিহীনꦓ মিয়ামির! মুখে হাসি ফুটল LM10-র
সামনে টেস্ট সিরিজ ছাড়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাও রয়েছে চ্যাম্পিনয়ন্স ট্রফি। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে বিরাট কোহলির অফ ফর্মে রোহিত শর্মাই ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা হয়ে উঠেছিলেন। দলের বাকি ব্যাটারদের কেউই রোহিতের মতো নির্ভরতা দেননি। আগামী ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত যদি খেলা চালিয়ে যেতে হয়, তাহলে শারীরিকভাবে মুম্বইকর ব্যাটারের ফিট থাকা খুব জরুরি, সেই কারণেই আলাদা অনুশীলনে ব্যস্ত থাকলেন হিটম্যান। একঝলকে রোহিত শর্মার কার্ডিও অনুশীলনের সেই ভিডিয়ো।
আরও পড়ুন-প্রবল বৃষ্টির জের, পরিত্🧜যক্ত ইস্টবেঙ্গꦺল-পিয়ারলেস ম্যাচ! রবিবার দুপুর ১টায় রিম্যাচ ইস্টবেঙ্গল মাঠেই…
১৯ সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট ম্যাচ আর দ্বিতীয় টেস্ট শুরু ২৭ সেপ্টেম্বর। প্রথম টেস্ট হবে চিদাম্বরম স্টেডিয়ামে, দ্বিতীয় টেস্ট হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। এরপর হবে নিউজিল্যান্ড সিরিজ। নভেম্বরে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাবে ভারত🍌ীয় দল। বহুকাঙ্খিত সেই বর্ডার গাভাসকর ট্রফি শেষ কয়েক বছর ধরেই রয়েছে ভারতের ঝুলিতে।🦩