আজ থেকেই শ্রীলঙ্কার কলম্বোয় শুরু ভার💮তের সঙ্গে লঙ্কানদের ওডিআই সিরিজ। টি২০ সিরিজে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ম্যাজিক দেখিয়েছে ভারত। বোলাররা যখন রান ডিফেন্ড করতে পারছিলেন না, তখন হঠাৎ করেই রিয়ান পরাগ, রিঙ্কু সিংদের দিয়ে ডেথ ওভারে বোলিং করিয়ে ম্যাচ জিতিয়েছেন নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। স্বাভাবিকভাবেই এরপর থেকে তাঁকে নিয়ে অনেক প্রশ্নই এসেছে রোহিতের সামনে, কারণ দীর্ঘদিন দুই ক্রিকেটার একই দলে খেলে আসছেন আইপিএলে। দুজনেই অত্যন্ত কাছের। যদিও এখনই সূর্যকে দরাজ সার্টিফিকেট দিতে চাইছেন না হিটম্যান। বরং টি২০ অধিনায়ককে নিয়ে কোনও মন্তব্য করার আগে আরও কিছুদিন দেখে নিতে চাইছেন সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে꧃ ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করা রোহিত শর্মা। পাশাপাশি গৌতম গম্ভীরের সঙ্গে নিজের কেমিস্ট্রির কথাও জানিয়েছেন হিটম্যান।
আরও পড়ুন-অলিম🌼্পিক্সে অপ্রতিরোধ্য জকোভিচ! টানা তিন ম্যাচ স্ট্রেট সেটে জিতে, কোয়ার্টারে জোকার!
ওডিআই সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘ এখন সূর্যকুমার যাদব সবে মাত্র অধিনায়কত্বে এসেছে। তাই ওর অধিনায়কত্ব নিয়ে খুব বেশি বলতে চাই না। খুব ভালো কাজ করেছে আগের সিরিজে, সেটা ওকে চালিয়ে যেতে হবে। আমরা সবেতেই একটু বেশি লাফালাফি করি, হার জিতকে নিয়ে। আমার মনে হয়, ওকে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে দেওয়া উচিত, তারপর এই নিয়ে কথা বলা উচিত। এই ফরম্যাটে ওর অধিনায়কত্বের শুরুটা নিঃসন্দেহে🉐 ভালো হয়েছে। ইউনিট হিসেবে ওরা খুব ভালো খেলেছে, যেটা টিম ইন্ডিয়ার সব থেকে বেশি দরকার ছিল। আমি নিশ্চিত যে দল ঠিক দিকেই এগোচ্ছে। ’।
আরও পড়ুন-আন🅠োয়ার ইস্যুতে সুর নরম গোয়েঙ্কার, তাহলে কি হত🐭ে পারে মিটমাট?
ভারতীয় দলের নয়া কোচ গৌতম গম্ভীরকে নিয়ে হিটম্যান বলছেন, ‘গৌতম গম্ভীর অনেক ক্রিকেট খেলেছে অতীতে আর অনেকদিন ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে যুক্ত। তাই আগের সাপোর্ট স্টাফদের সঙ্গে তাঁর সাপোর্ট স্টাফদের কাজের পদ্ধতিতে কিছুটা পার্থক্য থাকবেই। রাহুল দ্রাবিড়ের আগে রবি শাস্ত্রী ছিল,𒀰 প্রত্যেকের কাজ করার পদ্ধতি আলাদা আলাদা। আমি দীর্ঘদিন ধরে গৌতম গম্ভীরকে চিܫনি, খুল অল্প সময়ের জন্য একসঙ্গে খেলেছিও। গৌতির কাছে ওর দৃষ্টিভঙ্গি একদম পরিস্কার যে ঠিক করতে চাইছে ও বা দলের থেকে ঠিক কি চাইছে ও ’।
আরও পড়𓃲ুন-আইপিএলে খেলা নিয়ে টালবাহানা! বিদেশিদের নাটক সহ্য করবে না BCCI! সরাসরি হবে নির্বাসন?
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহারশাল হিসেবে ভারতীয় দলের হাতে রয়েছে দুটি সিরিজ। তারমধ্যে 🦩শ্রীলঙ্কা সিরিজ আজ শুরু হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে এরপর একটি ওডিআই সিরিজ খেলবে রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল।