টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দলে রিঙ্কু সিংয়ের নাম নেই। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, চলছে প্রচুর আলোচনা। এদিকে একটি ছবি সামনে এসেছে যেখানে রিঙ্কু সিংয়ের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। এর মধ্যে রিঙ্কু কিছু বলছে আর র🥃োহিত সামনে দাঁড়িয়ে শুনছেন। সোশ্যাল মিডিয♛়ায় বেশ প্রশংসিত হচ্ছে এই ছবি।
আরও পড়ুন… IPL 2024: স্কাই এমন কি করলেন যে মুচকি হেসে ফেললেন নারিন🔯! ভাইরাল দুই তারকার ভিডিয়ো
ভক্তেরা বলছেন, যখন একজন খেলোয়াড় সমস্যায় পড়ে এবং অধিনায়ক তাঁর পাশে থাকেন, তখন এর চেয়ে ভালো কিছুই হতে পারে না। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্🔯য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। আর সেই দলে রিঙ্কু সিংকে ট্রাভেলিং রিজার্ভ করা হয়েছে। তবে দল নির্বাচন করার আগে অনেকেই রিঙ্কু সিংকে ১৫ জনের দলে দেখতে চেয়েছিলেন, তবে তা না হওয়ায় সর্বত্র আলোচনা চলছে।
ওয়াংখেড়ে মাঠে রিঙ্কু সিংয়ের সঙ্গে রোহিত শর্মার সাক্ষাৎ
কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চল🍨ছে এই ম্যাচ। বৃহস্পতিবার অনুশীলনে মাঠে নেমেছিল কেকেআর দল। সেই সময় রোহিত শর্মা এবং রিঙ্কু সিংয়ের দেখা হয়। কলকাতা নাইট রাইডার্স তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করেছে। ভক্তেরা এই ছবি নিয়ে নিজেদের মন্তব্য শেয়ার করছেন। অনেকেই এই ছবি নিয়ে নিজেদের মত জানিয়েছেন। নেটিজেনরা রোহিত শর্মার এই ধরণের আচরণের অনেক প্রশংসা করেছেন। উল্লেখ্ꦐয, বৃহস্পতিবার রোহিত শর্মা এবং অজিত আগরকরের প্রেস কনফারেন্সে রিঙ্কু সিংকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল।
আরও পড়ুন… একদিন আগেই নিয়েছিলেꦜন ৩ উইকেট তারপরেই… জন্মদিনের দুই সপ্তাহ আগেই মারা গেলেন ২০ বছর বয়সি ক্রিকেটার
অজিত আগরকর কী জানিয়েছিলেন
সংবাদ সম্মেলনে আগরকর বলেছিলেন, ‘রিঙ্কুকে নির্বাচন না করাটাই ছিল সবচেয়ে কঠিন সিদ্ধান⛦্ত। তিনি কোনও ভুল করেননি এবং শুভমন গিলও করেননি। বাদ পড়াটা তাদের দোষ ছিল না কিন্তু সেটা দলের সমন্বয়ের কারণে হয়েছে।’ আইপিএলে দুর্বল পারফরম্যান্সের কারণে রিঙ্কুকে বাইরে বসতে হয়েছিল এমন প্রশ্নও উঠেছে।
তবে আগারকার এ বিষয়ে খুব স্পষ্ট উত্তর দিয়েছেন। আগরক🧜ার বলেছেন যে, ‘নির্বাচক কমিটি এবং অধিনায়ক রোহিত কী চান সে সম্পর্কে পরিষ্কার। আইপিএলে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স তাকে খুব একটা প্রভাবিত করতে প꧑ারেনি।’ তবে এর মাঝে শ্রেয়স আইয়ারের সঙ্গেও রোহিত শর্মার সাক্ষাতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। ভিডিয়োতে দেখে মনে হচ্ছে বড় দাদার মতো শ্রেয়সকে কিছু বোঝাচ্ছেন রোহিত শর্মা।