রোহিত শর্মা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পরেই, সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এমতাবস্থায় ভক্তদের মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যে, টি-টোয়েন্টিকে বিদায় জানানোর পর, কতদিন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলবেন হিটম্যান? এবার রোহিত নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন রোহিত শর্মা
যদিও রোহিত শর্মা টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, তবে তাঁর ভক্তদের জন্য সুখবর হল যে, তিনি দীর্ঘদিন ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রচারমূলক ইভেন্টে প্রকাশ্যে রোহিত দাবি করেছেন, ‘আমি এখনও আমার ভবিষ্যত সম্পর্কে কোনও সিদ্ধান্ত নিইনি, আমি এতটা এগিয়ে ভাবিও না, ༒তাই স্পষ্টতই আমাকে আরও কিছু সময়ের জন্য খেলতে দেখতে পাবেন।’ রোহিতের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় তৈরি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: স্বার্থ💖পর, কখনও ভালো লিডার হতে পারবে না- যশস্বীর জন্য শুভমনকে তীব্র আক্রমণ নেটপাড়ার
বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা করেছিলেন হিটম্যান
টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত এই ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘এটাই আমার শেষ আন্তর্জাতিক টি২০ ম্যাচ ছিল। টি২০-কে বিদায় দেওয়ার এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। যখন থেকে আমি এই ফরম্যাটে খেলতে শুরু করেছি, তখন থেকে উপভোগ করছি। আমি এর প্রতিটি মুহূর্তই পছন্দ করি। আমি এটাই চেয়েছ🌳িলাম- কাপ জ⛦িততে চেয়েছিলাম।’
রোহিতের সঙ্গে কোহলি-জাদেজার অবসর
রোহিতের পাশাপাশি টি২০ বিশ্বকাপের পরেই এই ফর্𝕴ম্যাট থেকে সরে দাঁ🅺ড়ান বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাও। স্বভাবতই ভারতীয় দলে একটি বড় ফাঁক তৈরি হয়েছে। আর সেটি পূরণ করতে এক ঝাঁক তরুণ প্রতিভা লড়াই চালাচ্ছেন। এই তিন তারকা টি২০ থেকে অবসর নিলেও অবশ্য টেস্ট এবং ওডিআই-এ খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
আরও পড়ুন: খেলার হলে খেল🦹ো, আমরা টিম পাঠাব না- পাকিস্তানের লাইভ টিভি শো-তে চাঁচাছোলা হরভজন
ভারতকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত
বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া ১১ বছর পর কোনও আইসিসি ট্রফি জিতেছে। আর ১৭ বছর পর൩ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েচে তারা। এই সাফল্য ১৪০ কোটি ভারতবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়েছে।