বুধবার গুয়াহাটিতে ট্রেন্ট বোল্টকে চমকে দিলেন যুজবেন্দ্র চাহাল। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে পঞ্জাব কিংসের ওপেনার প্রভসিমরান সিংয়ের (৪ বলে ৬ রান) ক্যাচটি রাজস্থান রয়্যালসের তারকা স্ꦗপিনার যুজি যেভাবে ধরেছেন, তা 𒈔দেখে কার্যত চোখ কপালে তুলেছেন বোল্ট। তিনি হয়তো ভাবতেই পারেননি যুজবেন্দ্র চাহাল ওই ক্যাচটি ধরতে পারবেন!
যুজির ক্যাচে হতবাক বোল্ট
প্রাথমিক ভাবে যুজি কিছুটা নড়বড় করছিল বলে মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মাঠে শুয়ে পড়ে চাহাল ক্যাচটি নেন। ঘটনাটি ঘটেছিল পঞ্জাবের রান তাড়া করার সময়ে। প্রথম 𓂃ওভারের চতুর্থ বলেই বোল্টকে অন-সাইডে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন প্রভসিমরা✤ন। কিন্তু ঠিক করে ব্যাটে-বলে হয়নি। ব্যাটের কানায় লেগে বলটি সোজা উপরের দিকে উঠে যায় এবং শর্ট থার্ড-ম্যানের দিকে চলে যায়।
বলটি লক্ষ্য করে যুজবেন্দ্র চাহাল পিছন দিকে 🍌অনেকটা পিছিয়ে যান এবং শুয়ে পড়ে ক্যাচটি ধরেন তিনি। মাটিতে শুলেও হাত থেকে বল ছাড়েননি যুজি। যা দেখে অবাক হয়ে যান স্বয়ং বোল্টই। তাঁর অবাক করা প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরা▨ল হয়েছে।
বোল্টের নজির
প্রভসিমরনের উইকেটের হাত ধরে ট্রেন্ট বোল্ট আইপিএলের ইতিহাসে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হওয়ার নজির গড়লেন। লিগের প্রথম ওভারেই এখনও পর্যন্ত ২৮টি উইকেট নিয়ে ফেলেছেন বোল্ট। তিনি টপকে গেলেন ভুবনেশ্বর কুমারকে। সানরাইজার্স হায়দরাবাদের ভুবি ২৭ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছেন। তালিকায় তৃতীয় 🅰স্থানে রয়েছেন প্রবীণ কুমার (১৫), দীপক চাহার-সন্দীপ শর্মা (১৩) যৌথ ভাবে চতুর্থ স্থানে এবং জাহির খান (১২) রয়েছেন পঞ্চম স্থানে।
পঞ্জাবের কাছে হারায় রাজস্থানের জন্য অনিশ্চিত দ্বিতীয় স্থান
প্লে-অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে পঞ্জাব কিংস। তবে বুধবার ২০২৪ আইপিএল পয়েন্ট টেবলের দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারা জমিয়ে দিয়েছে প্লে-অফের সাপ-লুডোর লড়াই। স্যাম কারানের লড়াইয়ের হাত ধরে এদিন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সাত বল বাকি থাকতে ৫🌊 উইকেটে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব। টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান ৯ উইকেটে ১৪৪ রান করেছিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৪৫ করে ফেলে পঞ্জাব।
এদিকে স্যাম কারানদের এই জয়ে লাভবান হল কলকাতা নাইট রাইডার্স। তারা নিশ্চিত ভাবেই শীর্ষে থেকে আইপিএলের লিগ পর্ব শেষ করতে চলেছে। তাদের ছুঁয়ে ফেলার কোনও দলের আর কোনও সম্ভাবনাই থাকল না। তবে রাজস্থান প্লে-অফে উঠে গেলেও, টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবলের দুই নম্বরে শেষ করার অঙ্কটা জটিল করে ফেলল। এখন তারা আไদৌ দুইয়ে শেষ করতে পারবে কিনা, সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ম্যাচ জিতলে, ১৮ পয়েন্ট হবে রাজস্থানের। আর সানরাইজার্সের হায়দরাবাদেরও ১৮ পয়েন্টে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। হায়দরাবাদের নেট রানরেট কিন্তু রাজস্থানের চেয়ে আপাতত ভালো।