ভারতে♐র চিন্তা বাড়ালেন সূর্যকুমার যাদব। জোহানেসবার্গের নি﷽উ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ফিল্ডিং করার সময়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সূর্য। তাঁর অনুপস্থিতিতে দলকে বাকি সময়ে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা।
তখন দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছে। দক্ষিণ আফ্রিকা রান তাড়া করছিল। সেই সময়ে তৃতীয় ওভারে রিজা হেন্ডরিক্সের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান সূর্যকুমার। তাঁকে যন্ত্রণায় কাতরে ꧃উঠতে দেখা যায়। তার পর আর খেলতে পারেননি তিনি। যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ফিজিয়ো অনেকক্ষণ ধরে শুশ্রূষা করেন। তাতেও লাভ হয়নি। পরে সাপোর্ট স্টাফদের কোলে চেপে ডাগ আউটে ফেরেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার যাদব নিজের চোট নিয়ে নিজেই আপডেট দেন। তাঁর দাবি, ‘আমি ভালো আছি। হাঁটতে📖 পারছি। আগের থেকে অনেকটাই ভালো লাগছে। চোট খুব বেশি গুরুতর নয়।’ সূর্যের এই বক্তব্য ভারতকে কিছুটা হলেও স্বস্তি দেবে। কারণ রবিবার (১৭ ডিস꧑েম্বর) থেকে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ। তার আগে সূর্যের চোট গুরুতর হলে চাপ বাড়ত ভারতের।
প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে আরও একটি দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। করে ফেললেন টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর চতুর্থ সেঞ্চুরিও। মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সংক্ষিপ্ত ফরম্যাটের সেরা ব্যাটার। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি ছয় এবং ৭টি চারে। ৫৬ বলে ১০০ রান করে আউট হন সূর্য। তবে এই শতরানের হাত ধরে রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক🤡্সওয়েলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেন তিনি। তৃতীয় ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান করার নজির গড়েন তিনি। রোহিত, ম্যাক্সি এবং সূর্য- ত💟িন জনেই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মিলিত ভাবে সর্বোচ্চ শতরান করার নজিরের তালিকায় শীর্ষে রয়েছেন।
আরও পড়ুন: সূর্যের ঝোড়ো শতরান, কুলদীপের ৫ উইকেট,প্রোটিয়ারা ৯৫ রানে▨ই কুপোকাত, ১০৬ রানে জিতে সিরিজ ড্র করল ভারত
এই শত🧜রান নিয়ে সূর্য ๊বলেছেন, ‘সেঞ্চুরি করাটা সব সময়েই দারুণ বিষয়। বিশেষ করে যখন এটি যখন দলকে জেতাতে সাহায্য করে।’
প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ২১ রান করতে সূর্যকুমার যাদবের লেগেছিল ২০ বল। তবে এর প꧋রে ভারতের ইনিংস পুরোটাই সূর্যময়। বাকি ৭৯ রান তিনি করলেন মাত্র ৩৫ বলে। ৫৫ বলে শতরান হাঁকিয়ে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করলেন স্কাই। ভারতের দেওয়া ২০২ রান তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। কুল-জা জুটিতে এদিন কেঁপে যায় প্রোটিয়া ব্যাটিং অর্ডার। একাই ৫ উইকেট নেন কুলদীপ যাদব। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
বৃহস্পতিবার ১০৬ রানে বিশাল জয় ♌পেয়ে সিরিজে সমতা ফেরায় ভারত। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয়টিতে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ জিতে সিরিজটি ১-১ ড্র করে, নিজেদের মান বাঁচাল ভারত।