ন্যাশনাল ক্রিকেট লিগ সিক্সটি স্ট্রাইকার্সের সঙ্গে সচিনের যুক্ত হওয়া টুর্নামেন্টের জন্য বড় পাওনা বলে মনে করেন ওয়াসিম আক্রম। ত𓄧াঁর মতে সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটার এই প্রতিযোগীতার বিশ্বাস যোগ্যতাকে আরও বাড়িয়ে তুলবে। মার্কিন মুলুকে যথেষ্ট সাড়া ফেলেছে এই ১০ ওভারের ক্রিকেটে টুর্নামেন্ট। প্রচুর সমর্থক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন। দলগুলির সঙ্গে যুক্ত হয়েছেন সুরেশ রায়না, শাহিদ আফ্রিদি, দীনেশ কার্তিক, শাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। এবার এই টুর্নামেন্টের ওনারশিপ গ্রুপে যুক্ত হচ্ছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এরফলে আগামী বছর থেকে এই টুর্নামেন্ট আরও জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে।
ওয়াসিম আক্রম সম্প্রতি ন্যাশনাল ক্রিকেট লিগ সিক্সটি স্ট্রাইকার্সের এক ম্যাচে জানান, তাঁর কাছে যখন এই টুর্নামেন্টের রূপরেখা প্রথম তুলে ধরা হয়েছিল তখন তিনি যথেষ্ট আশ্চর্য হয়েছিলেন। তিনি বলেন, 'অরুণ আগরওয়াল যখন আমার কাছে টি-২০ বিশ্বকাপের সময় এই প্রতিযোগিতার রূไপরেখা তুলে ধরে তখন খুব অবাক হয়েছিলাম। সে আমায় এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে ♐বলেছিল। আমার তখন মনে হয়নি এত কম সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব বলে। কিন্তু অরুণ আমায় জানায় সে এটা করতে পারবে'। তিনি আরও বলেন, 'সবচেয়ে বড় বিষয় হল ক্রিকেটাররা এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। তার থেকেও বড় বিষয় সঠিক নিয়ম মেনে ক্রিকেট খেলা হচ্ছে এবং খেলোয়াড়রা অসাধারণ খেলা খেলছে। যেই কারণে মাঠে প্রচুর দর্শক হচ্ছে'।
অন্যদিকে এই টুর্নামেন্টের সঙ্গে সচিন তেন্ডুলকরের যুক্ত হওয়া প্রসঙ্গে পাকিস্থানের এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, 'তেন্ডুলকরের যুক্ত হওয়ার পর এই লিগ অনেক লাভবান হবে। সচিন বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি। তার যোগদানের ফলে এই লিগ আরও বেশি পরিচিতি লাভ করবে দুনিয়ায়। সচিন আমার বন্ধু, আমি ওর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। আমাদের মধ্যে প্রচুর প্রতিযোগিতা ছিল, যেটা সমর্থকরা উপভোগ করত'। আক্রম মনে করেন এই টুর্নামেন্ট মার্কিন ক্রিকেটে নতুন দিগন্ত খু𒉰লে দেবে। লাভবান হবে সেখানকার তরুণ ক্রিকেটাররা। প্রসঙ্গত, এবছর টি২০ বিশ্বকাপে বেশ চমক দিয়েছিল আমেরিকা। বেসবলের জন্য পরিচিত আমেরিকায় এবার ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে ক্রিকেটও। ১০ ওভারের এই টুর্নামেন্ট দেখতে মাঠে ভির জমাচ্ছেন মার্কিন নাগরিকরা।