শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দু'জন খেলেছেন ২০১১ বিশ্বকাপে। ফাইনাল ম্যাচেও লড়াই হয় তাদের। এর আগে বহু ম্যাচে একে অপরের বিরুদ্ধে নেমেছেন তারা। ‘এই তারা’হলেন সচিন তেন্ডুলকর ও মুথাইয়া মুরলীধরন। বিশ্ব ক্রিকেটে এমন ব্যাটার নেই যারা মুলারীধরনকে ভয় পাননি। অন্যদিকে এমন বোলার নেই সচিন তেন্ডুলকরের জন্য যার রাতের ঘুম উড়ে যায়নি। এমনাবস্থায় এই দুইজনের লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন দর্শকরা। তবে মাঠের বাইরে সচিনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারের। এইবার মুথাইয়া মুরলীধরনের বায়োপিক ‘৮০০’ ট্রেলার লঞ্চে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে। মাস্টার ব্লাস্টারের হাতেই সবার সামনে আসবে ‘৮০০’ প্রথম লুক।কিংবদন্তি শ্রীলঙ্কার এই স্পিনারের বায়োপিক যে আসতে চলেছে তা অনেক আগেই প্রকাশ পেয়েছে। মুরলীধরনের চরিত্রে অভিনয় করবেন মধুর মিত্তল সে বিষয়েও সকলের প্রায় জানা। কিন্তু তার প্রাক্তন বিপক্ষ দলের ক্রিকেটারের বায়োপিকের ট্রেলার যে সচিন নিজের হাতে রিলিজ করবেন এই বিষয়ে কেউ আগে টের পাননি।আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বাণিজ্য নগরী মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ‘৮০০’ ট্রেলার লঞ্চের জন্য। সূত্র মারফত জানা গিয়েছে হিন্দি, তামিল ছাড়াও আরও একটি ভাষাতে এই ছবি রিলিজ করা হবে। বায়োপিকের সব কাজ প্রায় শেষের মুখে এসে গিয়েছে। ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে মুথাইয়া মুরলীধরনের বায়োপিক ‘৮০০’। নিজের বায়োপিক নিয়ে প্রবল ভাবে উত্তেজিত লঙ্কান কিংবদন্তিও। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই স্বীকার করে নেন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন সচিন এবং তার হাতেই ট্রেলার লঞ্চ হবে। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা এই ক্রিকেটের বলেন, '৫ সেপ্টেম্বর মুম্বইতে বায়োপিকের ট্রেলার লঞ্চ হবে। ওই অনুষ্ঠানের সচিন থাকবে। ওর হাত দিয়েই ট্রেলার লঞ্চ করা হবে।'ক্রিকেটারদের এর আগে বেশ কয়েকটি বায়োপিক হয়েছে। সাম্প্রতিককালে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ব্যাপকহারে জনপ্রিয়তা পায় দর্শকদের মধ্যে। ১৯৮৩ সালের ভারতের বিশ্বকাপ জয়ী নিউ সিনেমা তৈরি হয় ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এইবার মুক্তি পেতে চলেছে মুরলীধরনের বায়োপিক ‘৮০০’।