শুভব্রত মুখার্জি:- বিশ্ব ক্রিকেট জগতে তিনি 'ক্রিকেট ঈশ্বর' হিসেবেই পরিচিত সমর্থকদের কাছে। তিনি সচিন রমেশ তেন্ডুকর। ২০২৪ সালের ২৪ এপ্রিল তিনি পা রাখলেন তাঁর জীবনের🥀 ৫০ তম বসন্তে। ৫০ বছর বয়সে পা রাখলেন মাস্টার ব্লাস্টার। তাঁর অগণিত সমর্থকের পাশাপাশি বিশ্ব ক্রিকেট তো বটেই ক্রীড়াজগতের বর্তমান এবং প্রাক্তন তারকারা ও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আর নিজের জন্মদিনের সপ্তাহের শুরুটা সচিন তেন্ডুলকর করলেন বেশ অভিনব ভাবেই। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের তরফে তাঁর জন্মদিন সেলিব্রেট করতে বাচ্চাদের সঙ্গে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক সচিন তেন্ডুলকর। বাচ্চাদের সঙ্গেই কেকে কেটে,গল্প করে ,ফুটবল খেলে এক দারুন সময় কাটালেন।
আরও পড়ুন-IPL 2024-বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বল♊লেন🎃 ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো
আরও পড়ুন-IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্র𝐆ম? ফাঁস করলেন গৌত✱ির কুসংস্কার
ঝাড়খন্ডের রাজধানী শহর রাঁচিতে এসেছিলেন তিনি।যেখানে বেশ কিছু দুঃস্থ বাচ্চার সঙ্গে সময় কাꦉটিয়েছেন তিনি। এই বাচ্চাদের সকলের স্বপ্ন বড় হয়ে ফুটবলার হওয়া। সচিন তেন্ডুলকর তাদের সঙ্গে এদিন জমিয়ে ফুটবলও খেলেছেন। নিজের জন্মদিনের সপ্তাহের শুরুটা তিনি কিভাবে করেছেন তা জানিয়েছেন স্বয়ং সচিন তেন্ডুলকর। তিনি নিজের সোশ্যাল মিড🅰িয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। রাঁচিতে তিনি বেশ কিছু প্রতিভাবান মেয়েদের সঙ্গে ফুটবল খেলেছেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও। রাঁচির ইউয়া ফাউন্ডেশনে একটা গোটা দিন কাটান তারা।
আরও পড়ুন-IPL 2024-ই🌌ডেনে এসেও বল করলেন না স্টার্ক!পরের ম্যাচে কি নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গম্ভীর?
পাশাপাশি সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের একাধিক সদস্য এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউয়া ফাউন্ডেশনের সঙ্গে সচিনের ফাউন্ডেশন গাঁটছড়া বেঁধেছে। তারা এই অঞ্চলের মেয়েরা যারা ফꦡুটবলার হওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে সবরকমভাবে সহায়তা করছেন। দুই ফাউন্ডেশনের লক্ষ্য একটিই। তারা চায় মহিলা 💝শিশুদের শিক্ষা এবং খেলাধুলার মধ্যে দিয়ে আরো শক্তিশালী করে তোলা।প্রাক্তন ভারতীয় অধিনায়ক তাঁর গোটা দিনের অভিজ্ঞতা তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সচিন তেন্ডুলকর জানিয়েছেন এখানে আসার পিছনে তাঁর প্রধান উদ্দেশ্য যাতে তিনি প্রাণখোলা হাসি হাসতে পারেন। প্রতিভাবান বাচ্চাদের সঙ্গে প্রাণ খুলে সময় কাটাতে পারেন। এই মুহূর্তে সচিন তেন্ডুলকর ব্যস্ত রয়েছেন আইপিএলে। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচিং স্টাফ হিসেবে যুক্ত রয়েছেন।