বয়স মাত্র ২১ বছর। তবে সাই সুদর্শন কতটা প্রতিভাবান, সেটা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক। চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দিয়েছেন আইপিএলে। ভারতীয়-এ দলের হয়ে এমার্জিং এশিয়া কাপ মাতিয়েছেন। এবার কাউন্টি মাতাতে বিলাতে পাড়ি ꧃দিচ্ছেন তামিলনাড়ু তথা গুজরাট টাইটানসের টপ অর্ডার ব্যাটার।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের বাকি মরশুমের জন্য সাই সুদর্শনকে দলে নিল সারে। কাউন্টি ক্লাবটির তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে ভারতের ঘরোয়া ক্রিকেটারকে দলে ন💞েওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। সারের হয়ে চলতি মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ তিনটি ম্যাচে মাঠে নামবেন সুদর্শন।
সারের হয়ে কবে কোন কোন ম্যাচে মাঠে নামবেন সুদর্শন:-
১. বনাম ওয়ারউইকশায়ার (৩ সেপ্টেম্বর থেকে শুরু)।
২. বনাম নর্দাম্পটনশায়ার (১৯ সেপ্টেম্বর থেকে শুরু)।
৩. বনাম হ্যাম্পশায়ার (২৬ সেপ্টেম্বর থেকে শুরু)।
সারের হয়ে ২টি হোম ম্যাচ ও ১টি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবেন সুদর্শন। সারে এই মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম ডিভিশনে এক নম্বরে রয়েছে। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এসেক্সের থেকে ১৭ পয়েন্টে এগিয়ে রয়েছে সারে। ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচের পরে সারের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে শেষ ৩টি কাউন্টি চ্যাম্💦পিয়নশিপের ম্যাচে মাঠে নামবেন সুদর্শন।
সুদর্শনের ফার্স্ট ক্লাস কেরিয়ার:-
সাই সুদর্শন এখনও পর্যন্ত তামিলনাড়ুর হয়ে ৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমেছেন। ১৪টি ইনিংসে ব্যাট করে ৪২.৭১ গড়ে ৫৯৮ রান সংগ্রহ করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি করেছেন সুদর্শন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৭৯♌ রানের।
সুদর্শনের লিস্ট-এ কেরিয়ার:-
সাই সুদর্শন এখনও পর্যন্ত ১৯টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। ১৯টি ইনিংসে ব্যাট করতে নেমে তিনি ৬৮.০০ গড়ে ১০৮৮ রান সংগ্রহ করেছেন। লিস্ট-এ ক্রি🎉কেটে ৫টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরি করেছেন সাই। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫৪ রানের। এমার্জিং এশিয়া কাপের গ্রুপ ম্যাচে পাকিস্তানের তারকাখচিত বোলিং লাইনআপের বিরুদ্ধে ব্যাট করে অপরাজিত ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন সুদর্শন।
সুদর্শনের আইপিএল কেরিয়ার:-
২০২২ ও ২০২৩, দু'টি মরশুমে গুজরাট টাইটানসেরღ হয়ে মাঠে নামেন সাই সুদর্শন। ২০২২ সালে ꦛ৫টি ম্যাচে সাকুল্যে ১৪৫ রান করেন তিনি। হাফ-সেঞ্চুরি করে ১টি। ২০২৩ আইপিএলে ৮টি ম্যাচে মাঠে নামেন সাই। তিনি ৩টি অর্ধশতরান-সহ ৩৬২ রান সংগ্রহ করেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফাইনালে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সুদর্শন।