অস্ট্রেলিয়া সফরে এ-দলের মাল্টি ফর্ম্যাট সিরিজের শুরুতেই দাপুটে ক্রিকেট উপহার দিল ভারত। যদিও অল্পের জন্য প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখতে হয় ভারতীয় দলকে। তবে আগাগোড়া তালিয়া ম্যাকগ্রাদের চোখে চোখ রেখে পালটা🌞 দেন সাইকা ইশাক-প্রিয়া পꦓুনিয়ারা।
বুধবার ব্রিসবেনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ✨ে মাঠে নামে ভারতের মহিলা-এ দল ও অস্ট্রেলিয়ার মহিলা-এ দল। টস জিতে অস্ট্রেলিয়াকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারতের ক্যাপ্টেন মিন্নু মনি। অস্ট্রেলিয়া-এ দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ওপেন করতে নেমে🔯 হাফ-সেঞ্চুরি করেন তালিয়া উইলসন। তিনি ৩৪ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৭টি চার। অপর ওপেনার ক😼েটি ম্যাক করেন ৩৯ রান। ৩১ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৬ রান করেন চার্লি নট।
ক্যাপ্টেন তালিয়া ম্যাকগ্রা খাতা খুলতে পারেননি। তিনি গোল্ডেন ডাকে সাইকা ইশাকের শিকার হন। ১০ বলে ৮ রান করেন টেস ফ্লিন্টফ। ১৬ বলে ২৫ রান করে নট-আউট থাকেন নিকোল ফলটা🌜ম। তিনি ৩টি চার মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২ꦛ৩ রান করে নট-আউট থাকেন ম্যাডি ডার্ক।
ভারতের হয়ে ৪ ওভার বল করে ৩৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সাইকা ইশাক। ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি 💞উইকেট নে🌠ন সায়লি সাতঘরে। উইকেট পাননি মেঘনা সিং, তনুজা কানওয়ার, মিন্নু মনি ও রাঘবি বিস্ট।
পালটা ব্যাট করতে নেমে ভারতও দেড়শো রানের গণ্ডি টপকে যায়। তবে তীরে এসে তরী ডোবে ভারতের মহিলা-এ দলের।🐭 ভারত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যজনক রান-আউট হন ওপেনার প্রিয়া পুনিয়া। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন। ২০꧂ বলে ২২ রান করেন তনুজা কানওয়ার। তিনি ২টি চার মারেন। ৯ বলে ১২ রান করেন কিরণ নভগির। তিনিꦫ ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১০ রান করেন শ্বেতা শেরাওয়াত।
আরও পড়ুন:- India vs Germany Hockey: হকির সেমিফাইনালে লড়ে হꦯার ভারতের, খেলবে ব্রোঞ্জের জন্য
২🐲টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৪ রান করে নট-আউট থাকেন সায়লি। উমা ছেত্রী ৭, সজীবন সজনা ১ ও রাঘবি ২ রানের যোগদান রাখেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ রানে ২টি উইকেট নেন ব্রাউন। ১টি উইকেট নেন সোফি ডে।