মহিলা টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ঘরের মাঠে ৩ ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। বৃহস্পতিবার প্রথম ম্যাচে আমদাবাদে ৫৯ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে ভারতের হয়ে অভিষেক হয় সাইমা ঠাকুর এবং তেজল হাসাবন💞িসের। দু’জনেই দেশের জার্সি গায়ে নজর কাড়েন প্রথম ম্যাচেই। ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৬৪ বলে ৪২ রান করেন তেজল। অন্যদিকে বল হাতে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন সাইমা। দু’জনেই তাঁদের প্রথম ম্যাচ খেলে বেশ খুশি। ম্যাচ শেষে তাঁদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে। যা BCCI তাদের X হ্যান্ডেলে পোস্ট করেছে।
ভিডিয়োতে সাইমা এবং তেজলকে একসঙ্গে দেখা যায়। দু’জনেই জানান প্রথম ম্যাচের অভিজ্ঞতা অসাধারণ ছিল এবং এটি একটি ভালো দিন ছিল তাঁদের কাছে। এদিন তেজলের হাতে জাতীয় দলের টুপি তুলে দেন জেমিমা রদ্রিগেজ। দু’জনে মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতেন। জেমিমা আবার সেই দলের অধিনায়ক ছিলেন। টুপি দেওয়ার সময় জেমিমা, তেজলকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেন। ভিডিয়োতে সেটাই বিস্তারিত ভাবে তেজলের কাছে জানতে চান সাইমা। তেজল বলেন, ‘ঘটনাটা ছিল, আমরা একটা নকআউট টুর্নামেন্টে একসঙ্গে খেলছিলাম। তখন এক ম্যাচে আমি মাঠে ব্যাট করতে যাওয়ার আগে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। সেই ম্যাচেই আমি ম্যাচ উইনিং ইনিংস খেলি। এরপরে ফাইনালে আমায় বলা হয় মাঠে নামার আগে পড়ে যাবি। ফাইনাল ছিল, তাই 🍌প্রথা প্রথাই’।
বৃহস্পতিবারের ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ব্রুক হ্যালিডেকে গুরুত্বপূর্ণ সময় আউট করেন সাইমা। এবিষয়ে তাঁর থেকে জানতে চান তেজল। তিনি বলেন, ‘মাথায় একটাই জিনিস ছিল, স্টাম্প টু স্টাম্প বল করতে হবে। যতটা সম্ভꩵব সহজ ভাবে বল করা। এটাই আমার জন্য কাজ করেছে’। জেমির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে তেজল বলেন, ‘যখন আমি মাঠে যাই, তখন ক্রিজে জেমি ছিল। আমার মাথায় এটা ছিল যে একটা পার্টনারশিপ গড়তে হবে। এটাও গুরুত্বপূর্ণ ছিল আমরা যেন ক্রমাগত স্ট্রাইক রোটেট করি। তাড়াতাড়ি কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় এটা গুরুত্বপূর্ণ ছিল। পরিকল্পনা খুবই সহজ ছিল। আমি খুশি যে সেটা বাস্তবায়িত করতে পেরেছি’। উল𓆉্লেখ্য, ভারতের মহিলা দলের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও ২টি ওডিআই ম্যাচ বাকি রয়েছে। পরবর্তী ম্যাচ দু’টি রয়েছে ২৭ এবং ২৯ অক্টোবর।