সময়টা সত্যি খারাপ যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজের। এশিয়া কাপ ফাইনালে তিনি দলকে জেতাতে পারেননি শ্রীলঙ্কার বিরুদ্ধে। মহিলা আইপিএল হোক বা ক্যারিবিয়ান প্রিমিয়র লꩲিগ, তেমন পারফরমেনস আসেনি তাঁর থেকে। সম্প্রতি টি২০ বিশ্বকাপেও তিনি এবং তাঁর দল চূড়ান্ত বꦬ্যর্থ হন। গ্রুপ স্টেজ থেকেই লজ্জাজনকভাবে বিদায় নিতে হয় জেমিমাদের। এরই মধ্যে এবার বড় বিতর্কে জড়ালেন ২৪ বছর বয়সী এই মহিলা ক্রিকেটারের বাবা।
ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজের বাবা ইভান রদ্রিগেজের বিরুদ্ধে একটি অভিযোগ উ💙ঠেছে। মেয়েকে সম্মান জানানোর জন্য মুম্বইয়ের খার জিমখানার পক্ষ থেকে সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়েছিল। জেমিমাও সাদরে গ্রহণ করেছিলেন সেই সাম্মানিক সদস্যপদ, অথচ সেই সুযোগ নিয়েই গত দেড় বছর ܫধরে সেটিকে ধর্মীয় কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-‘Godsꦑ Plan’! শনিবার প্রথম আন্তর্জাতিক শতরানের পর সোমবার বাবা হলেন সরফর🌞াজ খান…
ধর্মান্তকরণে চেষ্টা চলছে মুম্বইয়ের জিমখানা ক্লাবে-
জানা যাচ্ছে, মুম্বইয়ের খার জিমখানার পক্ষ থেকে পাওয়া মেয়ের সদস্যপদ ব্যবহার করে গত দেড় বছর ধরে সেখানকার হল বুক করতেন তাঁর বাবা ইভান। তিনি ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রি নামক এক ক্রিশ্চান কমিউনিটির সঙ্গে যুক্ত। ইভানের বিরুদ্ধে অভিযোগ, ক্রিকেট ক্লাবের হল বুক করে নাকি সেখানে দেদার ধর্মীয় কাজকর্ম এবং অনুষ্ঠান আয়োꦡজন করতেন তিনি। একদিন হঠাৎ করেই সেখানে গিয়ে ক্লাব কর্তারা পৌঁছাতেই তাঁদের চক্ষু চড়কগাছ হয়ে যায়, এরপরই সদস্যপদ বাতিল হল জেমিমার।
জেমিমার সদস্যপদ বাতিল-
খার জিমখানার সভাপতি বিবেক দেবমানি জানিয়েছেন, ‘অক্টোবরের ২০ তারিখ আমরা একটি বৈঠকে বসেছিলাম জরুরি ভিত্তিতে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সাম্মানিক সদস্যপদ আমরা জেমিমা রদ্রিগেজকে দিয়েছিলাম তিন বছরের জন্য, তা বাতিল করা হল ’। ২০২৩ সালে জিমখানার পরিকাঠামো ব্যবহার করতে দেওয়ার জন্য প্রস্♕তাব দেওয়া হয়েছিল জেমিমাকে।
আরও পড়ুন-‘ওরা আমায় রাখবে কিনা জানায়নি’! GTকে 𝓡নিয়ে বিস্ফোরক শামি! আগামী💧 IPL-এ কোথায় যাবেন?
গত দেড় বছরে ৩৫বার হল বুকিং-
জিমখানার ম্যানꦬেজিং কমিটির সদস্য শিব মলহোত্রা জানান, ‘আমরা সম্প্রতি জানতে পারি জেমিমার বাবা ব্রাদার ম্যানুয়েল মিনিস্ট্রি নামে এক সংগঠনের সঙ্গে জড়িত। গত দেড় বছরে প্রায় ৩৫ বার আমাদের হল বুকিং করা হয়েছিল, আমরা সকলেই জানি সেখানে কি করা হয়েছে। আমরা আগে শুধু শুনতাম দেশজুড়ে এমন ঘটনার কথা, কিন্তু এটা একেবারে আমাদের নাকের ডগায় হয়েছে। দেখছি বড় বড়💞 স্ক্রিন লাগিয়ে কি সব হচ্ছে, এটা আমাদের এখানকার নিয়মের বিরোধী ’।
আমরা নিজের চোখে দেখে অবাক হয়ে যাই-
ক্লাবের প্রাক্তন সভারতি নীতীন গাড়েকার জানান, ‘আমাদেরকে কয়েকজন জানিয়েছিল যে ধর্মিয় কিছু কাজকর্ম চলে ওনার অনুষ্ঠানের দিনগুলোয়, কিন্তু আমরা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আমি, শিব মলহোত্রা ছাড়াও আরও কয়েকজন গিয়ে দেখি ওখানে একটা কিরকম মিউজিক চলছে আর একটা মহিলা এসে বলছে,আমি তোমাদের বাঁচা🍃তে এসেছি। আমরা তো অবাক হয়ে যাই, যে এসব কীভাবে জিমখানায় চলছে। এরপরই ওর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, ওখানেই প্রতিবাদ জানাই আমরা ’।
জেমিমার সম্মানহানি হল-
প্রসঙ্গত দুর্বলদেরকে খ্রীষ্ট ধর্মে ধর্মান্তকরণের জন্যই ওই সভাঘর ভা✃ড়া নেওয়া হত বলে জানা গেছে। ধর্ম যার যার নিজের। কিন্তু এমন একটা ক্রিকেটার ক্লাবের ভিতরের হল ঘরকে ভাড়া নিয়ে এই কাজ করায় জেমিমার বাবা ইভান সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই বলছেন, ধর্মীয় কাজ যদি তিনি করতেই চাইতেন তাহ𒁏লে বাইরের কোনও হল নিতে পারতেন। এভাবে নিজের মেয়ের সম্মানহানি করা একদমই উচিত হয়নি তাঁর।