🔜 প্রত্যাশিতভাবেই লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস। কয়েক মাস আগেও যখন দলের দায়িত্বে এসেছিলেন জাহির খান, তখন তিনি বলেছিলেন লোকেশ রাহুল তাঁদের পরিবারেরই সদস্য। তবে রিটেন হওয়া ক্রিকেটারের তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গ🤪েল গত তিন বছর ধরে দলের অধিনায়কত্ব করা লোকেশ রাহুল আর পরিবারের সদস্য রইলেন না।
আরও পড়ুন-T20 বিশ্বকাপ জিতিয়েছিল হার্দিক! কৃতজ্ঞতায় সম্ভবত MIতেই থাকছেন রোহিত!♍ আর কারা থাকছেন?
লখনউ সুপার জায়ান্ট দলের ক্রিকেটারদের রিটেনশন লিস্ট প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দলের প্রাক্তন অধিনায়ককে নাম না করে অপমান করলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। স্পষ্ট ൩করেই বলতে চাইলেন লোকেশ রাহুলকে দলকে ভালোবাসে না, ব্যক্তিগত স্বার্থ দেখে। সেই কারণেই তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছ🐷ে।
আরও পড়ুন-তৃতীয় টেস্টে অভিষেক হচ্ছে না নাইট তಞারকার! মাস্ট উইন ম্যাচে বিশ্রাম নেꦕই বুমরাহর…
LSG-র রিটেনশন লিস্টে নেই রাহুল-
লোকেশ রাহুলকে নিয়ে সরাসরি সঞ্জীব গোয়েঙ্কা কিছু না বললেও, রিটেনশন তালিকায় প্রকাশের সঙ্গে সঙ্গেই সম্প্রচারকারী সংস্থার তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে আগামী আইপিএলের জন্য দলের রিটেন হওয়া ক্রিকেটারদের নিয়েই বক্তব্য রাখতে শোনা যায় সঞ্জীব গোয়েঙ্কাকে। ✅নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, রবি বিষনৈ, মোহসিন খান এবং মায়াঙ্ক যাদবকে রিটেন করে এলএসজি।
সঞ্জীব গোয়েঙ্কার খোঁচা-
সেখানে সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা যায়, ‘আমাদের কাছে বিষয়টা খুব স্পষ্ট ছিল। যে সব ক্রিকেটাররা দলের কথা ভাবে এবং নিজেদের ব্যক্তিগত স্বার্থ দেখে না, আমাদে🍸র দল শুধু তাঁদেরই রিটেন করেছে। আমরা চেয়েছি যারা দলের কথা ভাবে সেই কোর টিমকে যতটা সম্ভব রিটেন করতে। ক্রিকেটারদের মধ্যে জেতার তাগিদ দেখেই তাঁদের রিটেন করা হয়ে🌳ছে ’।
আরও পড়ুন-২০২৪ IPL-এ 🎃ব্যর্থ! রশিদ-গিলদের রাখলেও অনেককই ছাড়ছে GT!🉐 একঝলকে সম্ভাব্য রিটেনশন…
২০২৪ আইপিএলে অপমানিত হন রাহুল-
উল্লেখ্য সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে হারের পর মাঠের মধ্যেই নেমে এসে অধিনায়ক লোকেশ রাহুলক𒁏ে ব্যাপক বকাঝকা করতে দেখা গেছিল কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। তখনই বোঝা গেছিল, এই অপমানের পর সে হয়ত দলে থাকবে না। তবুও মুখে তখন কিছু বলেনি কোনও পক্ষই। শেষ পর্যন্ত লোকেশ রাহুল ব্যক্তিগত এবং পেশাদার কারণ দেখিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই চটলেন এলএসজির কর꧂্ণধার।