দ্বিতীয় টি২০ ম্যাচে দঃ আফ্রিকার বির💞ুদ্ধে শুরুতেই চাপে ভারত। দুই ওপেনারই চূড়ান্ত ব্যর্থ হলেন প্রোটিয়াদের পেস অ্যাটাকের বিরুদ্ধে। এক্ষেত্রে মার্কো জানসেন বা জেরাল্ড কোয়েতজিদের কৃতিত্ব যতটা, তার থেকে অনেক বেশিই দুর্বলতা লক্ষ্য করা গেল সঞ্জু, অভিষেকদের শট সিলেকশনে। ইনিংসে প্রথম দুই ওভারের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারালো টিম ইন্ডিয়া।
আরও পড়ুন- 🐼অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
ব্যর্থ ভারতের ওপেনাররা-
ব্যাক টু ব্যাক শতরানের পর ০তে আইট সঞ্জু! ফের বাজে শট খেলে ব্যর্থ অভিষেক…দঃ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে শুরুতেই চাপে ভারতীয় দল। কিছুটা দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়েই🍌 আউট হলে🌜ন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসনও যেভাবে ০ রানে সাজঘরে ফিরলেন, তা তাঁর মতো ইন ফর্ম ব্যাটারের থেকে আশা করা যায় না।
০ রানেই সাজঘরে সঞ্জু-
মাত্র💧 ৫ রানের মধ্যেই দুই উইকেট হারায় ভারত। প্রথমেই বড় শট খেলতে গিয়ে মিস টাইমিং করে ফেলেন সঞ্জু স্যামসন। নিজের ইনিংসের তৃতীয় বলে সোজাসুজি শট খেলার চেষ্টা করেছিলেন গত দুই ম্যাচেই শতরান করা সঞ্জু, কিন্তু বল ব্যাটে লাগেনি। সরাসরি তা গিয়ে লাগে স্টাম্পে। ফলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ এবং দঃ আফ্রিকার বিরুদ্ধে গত দুই ম্যাচে অনবদ্য ছন্দে থাকা এই ওপেনার।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাꦓক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
ব্যর্থ অভিষেক শর্মা-
অভিষেক শর্মার ব্যর্থতা নিয়ে অবশ্য যতই বলা যায় কমই হবে। আইপিএলে ধামাকা দেখানোর পর টি২০ দলে সুযোগ পেলেও পঞ্জাবে এই ক্রিকেটা🐓র জিম্বাবোয়ে ছাড়া আর অন্য কোনও দলের বিরুদ্ধে তেমন পারফরমেন্স দেখাননি। দঃ আফ্রিকায় গিয়ে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়াকে নিরাশ করলেন তিনি। করলেন পাঁচ বলে মাত্র চার রান। এরপর জেরাল্ড কোয়েতজির লেগ সাইডের বলে শট খেলতে গিয়ে, মিস টাইম করলেন। ব্যাটে লেগে সেই বল চলে গেল উইকেটরক্ষক ক্লাসেনের হাতে।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমꩵরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তা🍃নের…
আউট অধিনায়ক সূর্য-
ভারতীয় দলꦇের বিপদ অবশ্য আরও বাড়ে যখন অধিনায়ক সূর্যকুমার যাদবও পোর্ট এলিজাবেথের মাঠে কম রানে সাজঘরে ফেরেন। জোড়া ওপেনারলꩵ আউট হওয়ার পর ৯ বলে মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন সূর্য। আ্যান্ডিল সিমলেনের বলে তিনি এলবিডাব্লু আউট হয়ে সাজঘরে ফিরলেন।
অক্ষরকে প্রমোট করা হল-
এরপরই একান্ত বাধ্য হয়ে মাস্টার স্ট্রোক দিতে হল টিম ম্যানেজমেন্টকে। আবারও ক্রাইসিস ম্যান অক্ষর প্যাটেলকে ব্যাটিং করতে পাঠানো হল। আইসিসি টি২০ বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচে তো বটেই, ফাইনাল ম্যাচেও দল যখন বিপদে পড়েছিল তখন ব্যাট হাতে কামাল দেখিয়েছিলেন অক্ষরই। তাই তাঁকেই ফের ❀ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয় দঃ আফ্রিকার বিরুদ্ধে।