কখনও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্র্যাকটিস জার্সি পরে নিজে ব্যাটিং করলেন শাহরুখ খান। কখনও ছেলে আব্রামকে ব্যাটিংয়ের টিপস দিলেন। কখনও আবার ক্যাচ প্র্যাকটিস করালেন ‘কিং খান’। শুধু তাই নয়, বাবার টিপসের মধ্যেই কেকেআরের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে বল করল আব্রাম। সেই বলে আবার বড় শটও মারতে পারলেন না রিঙ্কু। আর সেইসব ভ🙈িডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরাও যেমন মজেছেন, তেমনই কেকেআরের খেলোয়াড়রাও বাড়তি অনুপ্রেরণা পেয়েছেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যাঁরা আগেরদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রানে হেরে যাওয়ার পরেও মালিককে পাশে পেলেন। তিনি যে দলের পাশে আছেন, সেই বার্তাটা একেবারে সরাসরি পেলেন খেলোয়াড়রা।
আর সম্ভবত সেই কারণেই রবি๊বার কেকেআরের প্র্যাকটিসে আসেন শাহরুখ। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে পঞ্জাবের বিরুদ্ধে হারের জন্য কিছুটা হলেও মুষড়ে ছিলেন কেকেআর খেলোয়াড়রা। তিনি আসতেই যেন চারপাশের পরিবেশটা একেবারে ‘পজিটিভ’ হয়ে গেল। তাঁর উপস্থিতিটাই এমন যে তিনি কোথাও গেলেই চারপাশের পরিবেশটা ইতিবাচকতার ঔজ্জ্বল্যে আলোকিত হয়ে ওঠে। নাইট রাইডার্স ফ্যামিলির কো-অ্যাডমিন তথা কেকেআর ফ্যান রণিত সেন বলেন, ‘মালিক হিসেবে এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। দলকে অনুপ্রেরণা জোগালেন।’
আরও পড়ুন: স্পিনারদের জন্য সুবি♔ধা থাকলে ভালো হত- DC ম্যাচের আগে🎉 ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ
শাহরুখের খেলার মুহূর্ত
তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় শাহরুখকে কেকেআরের প্র্যাকটিস জার্সি পরে ব্যাট করতে দেখা গিয়েছে। ২৭ সেকেন্ডের ভিডিয়োয় তিনটি বল খেলতে দেখা যায় শাহরুখে। তিনটি বলেই বড় শট মারে🍰ন (মারার চেষ্টা করেন তো বলাই যায়)। তারইমধ্যে একাধিক ছবিতে তাঁকে ব্যাটিং দেখা গ𒅌িয়েছে। কখনও ছেলেকে ফিল্ডিং প্র্যাকটিস করাতে দেখা গিয়েছে শাহরুখকে। ব্যাট হাতে নিয়ে ছেলেকে ব্যাটিং টিপসও দেন। মাঝেমধ্যে মাঠে বসে থাকতেও দেখা গিয়েছে। আড্ডা মেরেছেন। ছেলে ও বাকিদের সঙ্গে ঘুরেছেন।
আব্রাম ‘স্টার্ক’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে রিঙ্কুকে বল করছেন আব্রাম। আর অফস্টাম্পের বাইরে বলটা করে শাহরুখের ছেলে। আর মজার ছলে সেই বলটা মিস করেন রিঙ্কু। আর সেই ভিডিয়ো দেখে মজেছেন কেকেআর ফ্যানরা। এক নেটিজেন বলেন, '(মিচেল) স্ღটার্ক আর (দুষ্মন্ত) চামিরার জায়গায় এবার আমাদের আব্রাম ভাই খেলবে।' অপর একজন বলেন, ‘স্টার্ক কে? এবার কেকেআরের হয়ে খেলবে আমাদের ছোট আব্রু (আব্রাম)।’ একজন আবার বলেন, ‘রিঙ্কুর বিরুদ্ধে তাহলে ডট বল করল আব্রাম।’
KKR vs DC ম্যাচ
সোমবার ইডেন গার্ডেন্সে দিল্লি র বিরুদ্ধে নামছে কেকেআর। প্রথম লেগের খেলায় দিল্লিকে উড়িয়ে দিয়েছিল নাইট♍ বাহিনী। কিন্তু সেই দিল্লি আর এখনের দিল্লির মধ্যে অনেক ফারাক আছে। ফলে সোমবার ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংদের দলের বিরুদ্ধে কঠিন হতে চলেছে কেকেআরের লড়াই।
আরও পড়ুন: IPL 2024: ইডেন💧ের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-কে চাঙ্গা করতে নাইটদের অনুশীলনে শাহরুখ