চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মরশুমে কলকাতা নাইট রাইডার্সের বড় সিদ্ধান্ত। গত দুই মর༒শুমে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (ISPL)-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর, মাজি মুম্বই-এর তারকা অলরাউন্ডার অভিষেক কুমার ডালহরকে নেট বোলার হিসেবে অন্তর্ভুক্ত করেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (KKR)।
ISPL ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লেখানো অভিষেক লিগে অন্যতম সেরা পারফরমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গতি, ধারাবাহিকতা, দক্ষতা ও ম্যাচ জেতানোর ক্ষমতা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন অভিষেক কুমার ডালহর। অমিতাভ বচ্চন-মালিকানাধীন মাজি মুম্বই-এর সিজন ২-এ শিরোপাজয়ী অভিযানে গুরꦉুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিষেক, যার ফলে খুব অল্প সময়েই তিনি ক্রিকেটভক্তদের প্রিয় হয়ে উঠেছেন। এবার অমিতাভ বচ্চনের মাজি মুম্বই দলের ক্রিকেটারকে নিজেদের দলে নিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
ISPL-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই মরশুমে, অম্বালায় জন্ম নেওয়া এই ক্রিকেটার ১৯ ম্যাচে করেছেন ৩২৪ রান এবং তিনি নিয়েছেন ৩৩টি উইকেট। সিজন ১-এ ‘🐼প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ এবং সিজন ২-এ ‘বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট’ পুরস্কার জিতেছেন।
আরও পড়ুন … IPL 2025: সাংবাদিক সম্মেলনে 🌃হঠাৎ মেজাজ হারালেন ওয❀়াশিংটন সুন্দর! কেন রেগে গেলেন GT তারকা?
টেনিস বল দিয়ে গলির ক্রিকেট খেলে শুরু করা অভিষেকের পথচলা থেকে আজকের আইপিএলের দুয়ারে পৌঁছে যাওয়া এক অনুপ্রেরণামূলক গল্প। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই প্রতিভাবান ক্রিকেটার দেশের নানা প্রান্তে স্থানীয় টুর্নামেন্টে খেলেছেন। তবে ত🧸ার জীবনের মোড় ঘুরিয়ে দেয় ISPL, যেখানে তিনি প্রথমবার জাতীয় মঞ্চে নিজের প্রতিভার প্রদর🤡্শন করতে পারেন।
হরিয়ানার রাস্তাঘাট থেকে ISPL-এর বড় মঞ্চ হয়ে আজ আইপিএল-এর পরিবেশে♔ প্রবেশ করেছেন অভিষেক কুমার ডালহর। অভিষেকের এই যাত্রা নিঃসন্দেহে ISPL-এর লক্ষ্য ও সাফল্যের প্রতিফলন। ভারতের প্রথম সংগঠিত টেনিস বল ভিত্তিক টি-১০ ক্রিকেট লিগ হিসেবে ISPL গ্রামীণ প্রতিভাকে এক পেশাদার প্ল্যাটফর্মে তুলে ধরার মাধ্যমে নতুন সুযোগ ও স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে।
KKR꧃-এর অভিষেককে বেছে নেওয়া এই মঞ্চের গুরুত্ব ও ISPL-এর ভূমিকার একটি জীবন্ত উদাহরণ হয়ে থাকবে। এখানে লুকিয়ে থাকা প্রতিভারা সত্যিকারের নায়ক হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন। ভারতের মাটিতে ক্রিকেট যে এক অন্য মাত্রা ဣপাচ্ছে অভিষেক কুমার ডালহর জীবন কাহিনি তারই একটা বড় উদাহরণ।