চলতি বেঙ্গল প্রো টি-২০ লিগে ঋদ্ধিমান সাহার ব্যক্তিগত পারফর্ম্যান্সে উত্থান-পতন বজায়। টুর্নামেন্টের শুরꦰু থেকেই ঋদ্ধির ব🍨্যাটে তেমন একটা দাপুটে ইনিংসের হদিশ নেই। স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে প্রথম ম্যাচে ২৯ বলে ২১ রান করেন তিনি। হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খাতা খুলতে পারেননি সাহা। কলকাতা টাইগার্সের বিরুদ্ধে ওপেন করতে নেমে ২২ বলে ৩৬ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন ঋদ্ধি। তবে এবার রাঢ় টাইগার্সের বিরুদ্ধে ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন তারকা উইকেটকিপার-ব্যাটার।
মঙ্গলবার ইডেনে চলটি বেঙ্গল প্রো টি-২০ লিগের ১৫তম ম্যাচে সম্মুখসমরে নামে মেদিনীপুর উইজার্ডস ও রাঢ় টাইগার্স। টস হেরে শুরুতে ব্যাট করতে নಞামে রাঢ় টাইগার্স। তারা নির্ধ♒ারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৮ রান সংগ্রহ করে।
ক্যাপ্টেন শাহবাজ আহমেদ নিশ্চিত শতরান মাঠে ফেলে আস🐽েন। তিনি ৫১ বলে ৯০ রান করে আউট হন। অধিনায়কোচিত ইনিংসে শাহবাজ ৮টি চার ও ৫টি ছক্কা মারেন। দলের হয়ে কার্যত একা লড়াই চা🥃লান শাহবাজ। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি। সুমন্ত গুপ্ত ১১ ও অর্ক সরকার ১৩ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন।
মেদিনীপুর উইজার্ডসের হয়ে অনুভব ত্যাগী ৪ ওভারে ৩৫ রান খরচ⛄ করে ৩টি উইকেট তুলে নেন। ৪ ওভারে ২০ রান খরচ করে ২টি উইকেট নেন বৈভব যাদব। এছাড়া ১টি করে উইকেট নেন দীপক কুমার ও দীপক মাহাতো।
জবাবে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ডস ১৭ ওভারে ২ উইকেটের বিনময়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যা🍷চ জেতে মেদিনীপুর। ওপেন করতে নেমে শূন্য রানে আউট হন ঋদ্ধিমান সাহা। অপর ওপেনার বিবেক সিং ১৯ বলে ১৭ রান করেন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রিয়াংশু শ্রীবাস্তব ৫৬ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১২টি চার মারেন। ২৬ বলে ৫০ রানে𝕴র ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন ক্যাপ্টেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
রাঢ় টাইগার𒆙্সের ক্যাপ্টেন শাহবাজ ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট সংগ্রহ করেন। সুমন দাস ২২ রানে ১টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন প্রিয়াংশু শ্রীবাস্তব।