২০২২ সালে ভয়ঙ্🐽কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তথা জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্ত। গাড়ি দুমড়ে- মুচড়ে গেছিল, যা দেখে আঁতকে উঠেছিল ক্রিকেটভক্তরা। বরাবরই একটু চঞ্চল স্বভাবের ক্রিকেটার পন⭕্ত। হাসি খুশি থাকেন, জীবন উপভোগ করে থাকেন। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে সকলেরই প্রীয়। কিন্তু পন্তের দুর্ঘটনার খবর যেন নাড়িয়ে দিয়েছিল গোটা ভারতীয় ক্রিকেটকে। তাঁর গাড়ির অবস্থা দেখেই অনেকে ধরে নিয়েছিলেন মাঠে হয়ত আর কখনই ফেরা হবে না উত্তরাখণ্ডের এই ক্রিকেটারের। দুর্ঘটনার পর পন্তের গাড়ির যা অবস্থা ছিল, তা চোখে দেখার মতো নয়।
কিন্তু অসম্ভবকে সম্ভব করেই তিনি ফিরেছেন রাজার মতো। আইপিএলে এবারে অনবদ্য ছন্দে রয়েছেন। গতবার খেলা হয়নি চোটের জন্য। গত বিশ্বকাপও খেলা হয়নি। এবারের আইপিএল শুরুর আগেও সকলে সন্দেহ প্রকাশ করেছিলেন এই বাঁহাতি ব্যাটারের ফিটনেস নিয়ে। কিন্তু পন্থ ফিরেছেন নিজের মেজাজেই, স্বমহিমায়। এবারের আইপিএলে ১১ ম্যাচে দিল্লির অধিনায়ক করে ফেলেছেন ৩৯৮ রান। কামব্যাক করেই তাঁর এই ছন্দে থাকা নজর কেড়েছে সকলেরই। টি২০ বিশ্বকাপের দলেও তাঁর ঠাই পাওয়া কার্যত সময়ের অপেক্ষা। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান বললেন, পন্তের দুর্ঘটনার খবর শুনে তাঁর বুক ধড়াস করে উঠেছিল। গাড়ির ছবি দেখে, বলিউডের বাদশাহের গায়েও কার্যত কাঁটা দি𓃲য়ে উঠেছিল।
আরও পড়ুন-রেণুকা সিংয়ের ꦗদুরন্ত বোলিং, বাংলাদেশকে ৪৪ রানে হারিয়ে সিরিজে এগিয়🧜ে গেল ভারত
সম্প্রতি আইপিএলের সম্প্রারকারী সংস্থাকে এক সাক্ষাৎকারে শাহরুখ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ককে নিয়ে বলেন, ' আমি ওর গাড়ির ভিডিয়োটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। কারণ ত🌠খনও তো জানতাম না, এই দুর্ঘটনার ঠিক কি পরিণাম। তাই খারাপটাই🐼 মাথায় আসে। আসলে ঋষভের জুনিয়র ছেলেরা, অনেকটা আমার নিজের সন্তানের মতো। আর স্পোর্টসম্যানের যেন চোট না লাগে, এটাই মনের ভিতর থাকে, কারণ তোমার আমার চোট লাগার থেকেও ওদের চোট লাগার বিষয়টা আলাদা।
আরও পড়ুন-IPL 2024- অভিষেকের উইকেট নি๊য়ে অঙ্গভঙ্গি, কেকেআর তা♕রকার সমালোচনায় গাভাসকর- ভিডিয়ো
দিল্লি ক্যাপিটালসের পর ম্যাচের পর তাঁকে জড়িয়ে ধরেছিলেন এসআরকে। সেই প্রসঙ্গে কিং খান বলেন,' আসলে ওই দুর্ঘটনার পর তো ঋষভের সঙ্গে আমার দেখা হয়নি। তাই ওকে বলছিলাম বসে থাকতে। আমি খুব খুশি যে পন্ত ফিরে এসেছে,ভালো খেলছে। আর আমি আশা করব য🌜ে ও এভাবেই ভালো খেলে যাক।𝓡 ওকে অনেক অনেক শুভেচ্ছা'।
আরও পড়ুন-IPL 2024-'ধꦑুর! এক রান, দু রান নিতে ভালো লাগে না'… সরল স্বীকারোক্তি অস্ট্রেলিয়ান ব্যাটারের
উল্লেখ্য সা꧋মনে টি২০ বিশ্বকাপ আসছে। উইকেটের পিছনে গ্লাভস হাতে পন্তকেই হয়ত দেখা যাবে। সকলেই আশ🅺া করে আছেন, যাতে আইপিএলের মতোই নিজের চেনা ছন্দে বিশ্বকাপের মঞ্চেও নিজেকে মেলে ধরতে পারেন পন্ত। সেক্ষেত্রে ১১ বছরের আইসিসির ট্রফির খরা কাটলেও কাটতে পারে।