যতক্ষণ মেন্টর হিসেবে আইপিএলের আঙিনায় ছিলেন, গৌতম গম্ভীরকে নিয়ে ধন্য ধন্য রব ছিল ভারতীয় ক্রিকেটমহলে। লখনউ সুপার জায়ান্টসকে প্লে-অফে তুলেছেন। 🅷দায়িত্ব নিয়েই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যা𒅌ম্পিয়ন করিয়েছেন। তবে কোচ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা দিয়েই গম্ভীর বুঝতে পারছেন, কত ধানে কত চাল।
টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েই গম্ভীর ২টি সিরিজে এমন হতাশাজনক পারফর্ম্যান্স উপহার দিয়েছেন, যে ব্যর্থতার ছবি ভারতীয় ▨ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। গম্ভীরের কোচিংয়ে ভারত শ্রীলঙ্কা সফরের ওয়ান ডে সিরিজ হেরেছে। ১৯৯৭ সালের পর থেকে এই প্রথমবার শ্রীলঙ্কার কাছে ওয়꧑ান ডে সিরিজ হারে টিম ইন্ডিয়া।
এবার গম্ভীরের কোচিংয়ে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। প্রথমত, নিজেদের ডেরায় নিউজিল্যান্ডের কাছে এই প্রথম টেস্ট সিরিজ হারে টিম ইন্ডিয়া। তার উপর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে ৩ বা তারও বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারতীয়💞 দল।
কিউয়িদের কাছে বিধ্বস্ত হওয়ার পরে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়♈ার সম্ভাবনা বিস্তর কমেছে এক ধাক্কায়। এই অবস্থায় কোচ গৌতম গম্ভীরের সমালোচনা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। শুধু সাধারণ ক্রিকেটপ্রেমীরাই নন, বরং প্রাক্তন ক্রিকেটার তথা বিশেষজ্ঞরাও সুর চড়াচ্ছেন গম্ভীরের কোচিং নিয়ে।
ঘরে-বাইরে এমন সমালোচনার মাঝেই গম্ভীরকে নিয়ে কিংবদন্তি শেন ওয়ার্নের একটি পুরনো টুইট পুনরায় ঘোরাফেরা করতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। ২০১৩ সালে শেন ওয়ার্ন গম্ভীরকে কটাক্ষ করে এই টুইটটি করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট😼 অনুরাগীদের কাছে জানতে চান যে, গৌতম গম্ভীর বিশ্বের সেরা তিনজন বিরক্তিকর ক্রিকেটারের মধ্যে পড়েন কিনা। ওয়ার্ন সেই টুইটে লেখেন, 'ক্রিকেট অনুরাগীদের জন্য প্রশ্ন, গম্ভীর কি বিশ্বের সেরা তিনজন বিরক্তিকর ক্রিকেটারের মধ্যে পড়েন?
নিউ⛄জিল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক হারের পরে বহু ক্রিকেটপ্রমী এই টুইটটি শেয়ার করে চলেছেন। জবাবও দিচ্ছেন নিজেদের মতো করে। ব൲লা বাহুল্য গম্ভীরের কোচিংয়ে বিরক্ত যাঁরা, তাঁদের নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে ওয়ার্নের পুরনো টুইটের প্রতিক্রিয়ায়।
উল্লেখ্য, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের কাছে কঠিন পরীক্ষা হিসেবেই বিবেচিত হচ্ছে। কেননা ভারতীয় দল অজি সফরে শেষ ২টি টেস্ট সিরিজ জিতেছে। তাই সাফল্যের সেই ধারা বজায় রাখাই হবে গম্ভꦏীরের সামনে আসল চ্যালেঞ্জ। ত🐓াছাড়া অস্ট্রেলিয়া সফরের সাফল্যের উপরে নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া।