আইপিএলের নয়া নিয়মের কারণে কি নিলামে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার? রিটেনশনের সময়সীমা এগিয়ে আসার মধ্যে তেমনই একটি জল্পনা তৈরি হয়েছে। সংবাদমাধ্যম স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী, এবার আইপিএলের নিয়মে একটি ছোট পরিবর্তন করা হচ্ছে। নয়া নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়কে যে দামে রিটেন করা হয়েছে, সেটা যদি ওই ♓স্লটের জন্য নির্ধারিত মূল্যের থেকে বেশি হয়, তাহলেও ফ্র্যাঞ্চাইজির পার্স থেকে ওই নির্দিষ্ট অর্থই কেটে নেওয়া হত। সেই নিয়মটা এবার পালটে যাচ্ছে। এবার যদি কোনও খেলোয়াড়🌱কে নির্দিষ্ট স্লটের থেকে বেশি টাকা দেওয়া হয়, তাহলে আসলে যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, সেটাই কাটা হবে। সেই সূক্ষ্ম নিয়ম পরিবর্তন এবং ‘রাইট টু ম্যাচ কার্ড’ ফিরে আসায় শ্রেয়সের মতো একাধিক ভারতীয় তারকা রিটেনশনের মতো না হেঁটে নিলামে নাম দিতে পারেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
KKR-র রিটেনশন তালিকায় কে কে থাকতে পারেন?
আর সেই নয়া নিয়মের বিষয়টি সামনে আসার মধ্যেই একটি মহলের তরফে দাবি করা হয়েছে, মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিটেনশন তালিকায় অধিনায়ক শ্রেয়সেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ নাম থাকছে না। বরং ক্যাপড এবং আনক্যাপড খেলোয়াড় হিসেবে কেকেআর আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, হর্ষিত রানা এবং রামনদীপ সিংদের ধরে রাখতে পারে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।
সেটার নেপথ্যে নয়া নিয়মের ভূমিকা থাকতে প✤ারে বলে একটি মহলে জল্পনা শুরু হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, আইপিএলের নয়া নিয়মের পাশাপাশি এবার 'রাইট টু ম্যাচ কার্ড'-র ক্ষেত্রে যে নয়া নিয়ম চালু হচ্ছে, সেটার কারণে শ্রেয়স তো বটে; আর্শদীপ সিং, কুলদীপ যাদবদের মতো খেলোয়াড়রা রিটেনশনের পরিবর্তনে নিলামে নিজেদের নাম দিতে পারেন।
যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কেকেআরের তরফে কিছু জানানো হয়নি। শ্রেয়সও কোনও মন্তব্য করেন🐠নি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, যে অধিনায়কের অধীনে ১০ বছরের খরা কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর, তাঁকে তো রিটেন করতেই চাইবে নাইট ব্রিগেড। গত মরশুমে তাঁর অধিনায়কত্বও যথেষ্ট ভালো ছিল।
শ্রেয়স না থাকলে নয়া অধিনায়ক লাগবে KKR-র
সেইসঙ্গে শ্রেয়সকে রিটেন করা না গেলে নয়া অধিনায়কও খুঁজতে হবে কেকেআরকে। নাইটদের সম্ভাব্য রিটেনশনের তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের সম্ভবত অধিনায়ক হিসেবে ভাবা হবে না। নারিন নাইট ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করলেও তাঁর রেকর্ড আহামরি নয়। সেক্ষেত্রে যদি সত্যিই কেকেআরের রিটেনশনের তালিকায় শ্রেয়সের নাম না থাকে, সেটা কি নয়া নিয়মের🐲 কারণেই হচ্ছে কিনা, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।
নয়া নিয়মে কী পরিবর্তন? উদাহরণে বুঝে নিন
যে নয়া নিয়মের প্রেক্ষিতে উদাহরণ দিলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ২০২২ সালের আইপিএলের নিলামের আগে রিটেনশনের সর্বোচ্চ দাম ছিল ১৫ কোটি টাকা। সেখানে বিরাট কোহলিকে ১৭ কোটি টাকায় এবং রোহিত শর্মাকে ১৬ কোটি টাকায় রিটেন করা হয়েছিল। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্সꦕ বেঙ্গালুরু (আরসিবি) এবং মুম্বই ইন্ডিয়ান্সের পকেট থেকে ১৫ কোটি টাকা কাটা হয়েছিল।
আরও পড়ুন: এক ম্যাচে𝕴 দুটো সেঞ্চুরি! 𒉰IPL 2025 Mega Auction-এর আগে রঞ্জি ট্রফিতে ঝড় তুললেন SRH-এর তরুণ ব্যাটার
এবার থেকে সেটা হবে না। বিরাটকে রিটেন কর♓ার জন্য আরসিবির পার্স থেকে ১৭ কোটি টাকা কেটে নেওয়া হবে। আর রোহিতের জন্য মুম্বইয়ের পার্স থেকে ১৬ কোটি টাকা কমে যাবে।