পাকিস্তান বনাম আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের পারফর্ম্যান্স ক্রিকেটার🅘দের ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে বড়সড় প্রভাব ফেলে। এক ম্যাচের পারফর্ম্যা♍ন্সেই কেউ বিশ্বব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দেন, কেউ আবার নীচের দিক নামতে শুরু করেন।
আফগানদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ফখর জামান ব্যাট হাতে ব্যর্থ হন। তিনি মাত্র💟 ২ রান করে সাজঘরে ফেরেন। ফলে আইসিসিরﷺ ওয়ান ডে ব্যাটারদের তালিকায় ২ ধাপ পিছলে ৫ নম্বরে নেমে যান পাক ওপেনার। ফখর পিছিয়ে যাওয়ায়, পাঁচ থেকে চারে উঠে আসেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গত ওয়ান ডে সিরিজে মন্দ খেলেননি শুভমন।
হাম্বান্তোতায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাকিস্তান🐼ের হয়ে সব থেকে বেশি ৬১ রান করেন ইমাম উল হক। তিনি ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উঠে তিন নম্বরে পৌঁছে গিয়েছেন। শূন্য রানে আউট হয়েও অবশ্য শীর্ষস্থান ধরে রে𒁃খেছেন বাবর আজম।
আইসিসির সেরা ১০ ওয়ান ডে ব্যাটার:-
১. বাবর আজম (পাকিস্তান)
২. রাসি ভ্যান ডার দাসেন (দক্ষিণ আফ্রিকা)
৩. ইমাম উল হক (পাকিস্তান)
৪. শুভমন গিল (ভারত)
৫ ফখর জামান (পাকিস্তান)
৬. হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড)
৭. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৮. কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকা)
৯. বিরাট কোহলি (ভারত)
১০. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ🌃ের প্রথম ম্যাচে ৩টি উইকেট নেওয়ার সুবাদে ওয়ান ডে বোলারদের তালিকায় তিন ধাপ উঠে তিন নম্বরে পৌঁছে গিয়েছেন মুজিব উর রহমান। ম্যাচে ৫ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করা হ্যারিস রউফ ৭ ধাপ উঠে এসে কেরিয়ারের সেরা ৩৬ নম্বরে অবস্থান করছেন। যথারীতি ওয়ান ডে বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার জোশ হেজেলউড। ভারতের মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব যথাক্রমে ওয়ান ডে বোলারদের তালিকায় ৫ ও ১০ নম্বরে অবস্থান করছ✤েন।
আইসিসির সেরা ১০ ওয়ান ডে বোলার:-
১. জোশ হেজেলউড (অস্ট্রেলিয়া)
২. মিচেল স্টার্ক ((অস্ট্রেলিয়া)
৩. মুজিব উর রহমান (আফগানিস্তান)
৪. রশিদ খান (আফগানিস্তান)
৫. মহম্মদ সিরাজ (ভারত)
৬. ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)
৭. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৮. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)
৯. শাহিন আফ্রিদি (পাকিস্তান)
১০. কুলদীপ যাদব (ভারত)
ওয়ান ডে অল-রাউন্ডারদের তালিকায় আগে♌র মতোই এক নম্বরে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে আফগানিস্তানের মহম্মদ নবি ও জিম্বাবোয়ের সিকন্দর রাজা।