মহিলাদের একদিনের ওডিআই টুর্নামেন্টে রেকর্ড গড়লেন শ্বেতা শেরাওয়াত। নাগাল্যান্ডের বিরুদ্ধে ২৪২ রান করলেন তিনি। সেই সঙ্গে রেকর্ডও গড়ে ফেললেন মহিলা এই ক্রিকেটার। লিস্ট-এ ক্রিকেটে🔯 এই প্রথম কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার ২০০ রান করলেন। শুধু তাই নয়, বিশ্বে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান করলেন শ্বেতা। এরই সঙ🍌্গে দুটি রেকর্ড গড়ে ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিলেন দিল্লির এই মহিলা ক্রিকেটার।
নাগাল্যান্ডের বিরুদ্ধে এদিন শুরু থেকেই দাপট দেখাতে থাকে দিল্লি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূ♕মিকা পালন করেন শ্বেতা। শুধু তাই নয়, বিপক্ষের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকেন তারা। শ্বেতা একাই এদিন দ্বিশতরান করেন। বিপক্ষ দলের বোলারদের কোনও রকম সুযোগই দেননি তিনি। ফলে ল♔্যাজে গোবরে হয়ে যায় নাগাল্যান্ডের বোলিং অর্ডার।
এদিন শুধু শ্বেতা একা নন, একই সঙ্গে প্রতীকা রাওয়ালও বড় রান করেন। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে এগিয়ে যায় দিল্লি। শ্বেতা ১৫০ বলে ২৪২ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৩১টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সৌজন্যে। প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে প্🍰রথম শ্রেণীর ক্রিকেটে দ্বিশতরান করলেন তিনি। এছাড়াও প্রতীকা মাত্র ৮৯ বলে করেন ১০১ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৮টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তানিশা সিংও মাত্র ৩৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ৯ট꧃ি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ব্যাটারদের দাপটে দিল্লি নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৫৫ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড প্রথম থেকেই ধাক্কা খায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রোไহিনী মানে। তিনি দশ রান করেন। এই রান দেখে স্পষ্ট হয়েছে, এদিন কেউই সেইভাবে দাগ কাটতে পারেনি। মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় নাগাল্যান্ড। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। তিনটি করে উইকেট নেন দিল্লির পারুনিকা সিসোদিয়া, হারেন্দ্র মধু এবং প্রিয়া ম🎉িশ্র। এছাড়াও একটি করে উইকেট নেন সোনি যাদব। ৪০০ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় দিল্লি। স্বাভাবিক ভাবেই এমন রেকর্ড গড়ে খুশি গোটা দিল্লি দল। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছেন শ্বেতা।