ICC Men’s Cricketer of the Year: স্যার গ্যারি সোবার্স পুরস্কার জিতলেন, আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ। ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ভারতীয় পেস সেনসেশন জসপ্রীত বুমরাহ জিতলেন আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার 𒊎পুরস্কার। বুমরাহ টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফর্ম্যাটেই দাপট দেখিয়ে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। তিনি ট্র্যাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুককে পিছনে ফেলে শিরোপাটি জিতেছেন এবং ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), সচিন তেন্ডুলকর (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১৬) এবং বিরাট কোহলি (২০১৭, ২০১৮) এই পুরস্কার জিতেছিলেন। যখন ব্যাটাররা ক্রিকেট দুনিয়ায় আধিপত্য বিস্তার করছিল, তখন বুমরাহ প্রমাণ করলেন কেন তিনি আধুনিক যুগের অন্যতম সেরা ফাস্ট বোলার।
২০২৪ সালে বুমরাহর সাফল্য-
১) বিভিন্ন ফর্ম্যাটে বুমরাহর ২০২৪ ছিল দক্ষতা, নিখুঁত নিয়ন্ত্রণ এবং ধারাবাহিকতার এক মাস্টারক্লাস। তিন🀅ি একের পর এক রেকর্ড গড়েছেন এবং নিজেকে বিশ্বের সেরা ফাস্ট বো♚লার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
২) বর্তমানে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ের ১ নম্বর বোলার জসপ্রীত বুমরাহ ২০২৪ সালে সবচেয়ে কম বোলিং গড় (২০-এর নীচে) বজায় রেখে ২০০ টে♎স্ট উইকেটের মাইলফলক স্পরꦬ্শ করেছেন, যা ভারতের ইতিহাসে দ্রুততম।
৩) তিনি আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে ৯০০🐭 পয়েন্ট অতিক্রম করেছেন এবং বছরের শেষে ৯০৭ রেটিং ꦑপয়েন্ট নিয়ে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র্যাংকধারী বোলার হয়েছেন।
জসপ্রীত বুমরাহর ২০২৪: পরিসংখ্যানের ঝলক
টি-টোয়েন্টি বিশ্বকাপ:
জসপ্রীত বুমরাহ আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারতকে ১৭ 🍰বছর পর শিরোপা জেতাতে মূল ভূমিকা পালন করেন। তিনি ১৫ উইকেট নেন মাত্র ৮.২৬ গড়ে এবং ৪.১৭ ইকোনমিতে, যা তাকে প্লেয়ার অব দ্য টুর▨্নামেন্ট পুরস্কার এনে দেয়।
টেস্ট ক্রিকেট:
জসপ্রীত বুমরাহ ১৩ টেস্টে ৭১ উইকেট শিকার করেন, যা ২০২৪ সালে সবচেয়ে বেশি ট🌃েস্ট উইকেট এবং ভারতের পক্ষে এক ক্যালেন্ডার বছরে কপিল দেবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংখ্যা। তিনি গাস অ্যাটকিনসনের ৫২ উইকেটকে ছাড়িয়ে গিয়ে বছরের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হয়েছেন।
আরও পড়ুন… ফের মাঠে নামবܫে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দল! মেলবোর্নে খেলবে ঐতিহাসিক প্রদর্শনী ম্যাচ
২০২৪ সালে স্মরণীয় পারফরম্যান্স
১) পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর ৩-১৪ স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ভারতকে ৬ রানের জয়ে 🌠সাহায্য করে।
২) টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৪ ওভারে ২-১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট (রিজা হেন্ডরিক্স ও মার্কো জানসেন) তুলে নেন, যা ভারতꦰকে শিরোপা জেতাতে সাহায্য করে।
৩) কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ৮ উইকেট নেন, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ভারতে🎃র সিরিজ ড্র নিশ্চিত করেন।
৪) ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বুমরাহ ১৯ উইকেট নেন, যা ভারতের ৪-১ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে ভারতকে এগিয়🔜ে দেয়।
৫) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে তিনি ৫ টেস্টে ৩২ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়া💃ড় হয়❀েছিলেন।
৬) পা🐭র্থ, ব্রিসবেন ও মেলবোর্নে টানা পাঁচ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ান ব্যাটারদের চাপে ফেলে দেন এবং তার স্ট্রাইক রেট, ধারাবাহিকতা ও ম্যাচের পরিস্থিতি বুঝে বোলিং করার দক্ষতা তাকে বছরের সেরা বোলারে পরিণত করেছে।
আরও পড়ুন… নীরজের মত আরও সোনার ꦅছেলে তুলে আনতে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জ্যা🎶ভেলিন থ্রোয়ারকে কোচ করল ভারত
রাজত্ব অব্যাহত থাকবে
জসপ্রীত বুমরাহর অপ্রতিরোধ্য পারফরম্যান্সই তাকে ২০২৪ সালের আইসিসি বর্ষসে♏রা ক্রিকেটার বানিয়েছে। ফর্ম যাই হোক, তিনি আধুনিক ক্রিকেটের ‘রাজা’ হিসেবেই প্রতিষ্ঠিত থাকবেন।