বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৮৬ রানে জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজ পকেটে পুড়ে নিয়েছে ভারতীয় দল। টানা দ্বিতীয় সিরিজে অধিনায়ক হিসেবে সꦍফল হল🍷েন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ধনঞ্জয় দি সিলভাদের হারিয়ে এসেছিলেন, এবার ঘরের মাঠে বাংলাদেশকে পর্যুদস্ত করেই সিরিজ জিতল ভারত, এখনও এক ম্যাচ বাকি রয়েছে।
শ্রীলঙ্কা সিরিজেই পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন বোলারদের নিয়ে। সেই পরীক্ষা এবারের বাংলাদেশ সিরিজেও বজায় রাখলেন টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক। রিয়ান পরাগ, রিঙ্কু সিংরা শ্রীলঙ্কা সিরিজে ফুল ফুটিয়েছিলেন বলেই অধিনায়ক বাংলাদেশ সিরিজেও সেভাবেই দেখে নিতে চেয়েছিলেন বাকি অলরাউন্ডারদের। হার্দিক পান্ডিয়🍷া যেমন বোলিংই করলেন না দ্বিতীয় টি২০ ম্যাচে।
আরও পড়ুন-রথ দেখা, কলা বেচা! দুর্গাপুজোর মণ্ডপেই KKR-র IPL ট✨্রফি দেখার স✤ুযোগ পেলেন ভক্তরা…
ব্যাটারদের ক্ষেত্রেও ম্যাচের আগেই ভারত অধিনায়ক বলেছিলেন তিনি নিজেও টস জিতলে ব্যাটিং নিতেন। কারণ তিনি দলকে দেখে নিতে চাইছিলেন ২০ ওভার ব্যাটিং করে। এই ম্যাচে ভারতের টপ অর্ডার ফ্লপ হওয়ার পরেও যেভাবে নীত🌄ীশ রেড্ডি এবং রিঙ্কু সিং ঠান্ডা মাথায় দলকে বড় রানের সরণীতে নিয়ে গেছে, তা দেখে উচ্ছসিত সূর্যকুমার যাদব। মুখের হাসি চওড়া হচ্ছে গম্ভীরেরও।
আরও পড়ুন-তুলে তুলে ছয়! নীতীশের ব্যাটিং তাণ্ডবে কচুকাটা বাংলাদ🏅েশ…ঢুকলেন বিরাট-যুবির ক্লাবে
মিডল অর্ডার ব্যাটারদের দক্ষতা পরীক্ষা…
সূর্যকুমার যাদব ম্যাচের শেষে বলছেন, ‘আমি চেয়েছিলাম আমার দলের ৫🏅,৬,৭ নম্বর ব্যাটারদের দেখে নিতে, তারা চাপের মূহূর্তে কেমন পারফর্ম করেন। সেটা আজকে ওরা প্ꦐরমাণ করে দিয়েছে। জার্সিটা শুধু বদলে যায়, বাকি ম্যাচের টেম্পারমেন্ট একই থাকে। যেমনটা আমি চেয়েছি, এই ম্যাচে তেমনই হয়েছে। ব্যাটাররা নিজেদের প্রমাণ করে দিয়েছে ’।
হার্দিক পাণ্ডিয়াকে বোলিং না দেওয়া প্রসঙ্গে…
হার্দিক পাণ্ডিয়াকে বোলিং না দেওয়া নিয়ে সূর্য বললেন, ‘আমি দেখে নিতে চেয়েছি দলের কোন কোন বোলাররা কঠিন পরিস্থিতিতেও আমাদের সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে। কখনও হার্দিক বোলিং করবে না,কখনও ওয়াসিংটন সুন্দরও বোলিং করবে না। সেই সময়ই বাকিদের পারফর্ম করতে হবে। আর আজকের দিনটা নীতীশের ছিল। তাই আমি ভেবেছিলাম ওকে ওর দিনটা উপভোগ করতে দাও আরও বড় ভাবে ♔’।