ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর ২টি টেস্টে দাপুটে জয় তুলে নিয়ে ভারতের মেয়েরা বুঝিয়ে দিয়েছে ব্যাটিং-বোলি-ফিল্ডিংয়ে কতটা পরিণত ক্রিকেট উপহার দিচ্ছে তারা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম♔্য়াচেও চাপের মুখে অনবদ্য ব্যাটিং পারফর্ম্য𝓀ান্স মেলে ধরেন জেমিমা রডরিগেজরা।
ওয়াংখেড়েতে জেমিমা ও পূজা বস্ত্রকারের জোড়া হাফ♏-সেঞ্চুরিতে ভর করে ভারতের মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং টার্গেট 🌊ঝুলিয়ে দেয়। পরে অস্ট্রেলিয়া রান তাড়া করতে নামলে ইনিংসের একেবারে শুরুতেই সাফল্য পায় ভারত। রেনুকা সিং ঠাকুরের প্রথম ওভারেই আউট হন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি।
উল্লেখযোগ্য বিষয় হল, হিলির উইকেটটির ক্ষেত্রে বোলার রেনুকার থেকেও বেশি কৃতিত্ব প্রাপ্ত ফিল্ডার স্নেহ রানার। কেননা শর্ট থার্ডম্যানে নিজের 𒐪বাঁ-দিকে শরীর ছুঁড়ে যে ক্যাচটি ধরেন রানা,🍌 তাকে এককথায় অসাধারণ বলা ছাড়া উপায় নেই।
রেনুকার অফ-স্টাম্পের বাইরের লেনথ বলে অফ-সাইডে ড্রাইভ শট খেলার চেষ্টা করেন হিলি। বল তাঁর ব্যাটের কানা নিয়ে শর্ট থার্টম্যান অঞ্♚চলে হাওয়ায় ভেসে যায়। রানা নিজের বাঁ-দিকে ফুল লেনথ ডাইভ দিয়ে শূন্যে ওড়া অবস্থায় বল তালুবন্দি করেন। ফলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় হিলিকে। অস্ট্রেলিয়া রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে।
স্নেহ রানা যদিও ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তিনি ৮ নম্বরে ব্ꩵযাট করতে নেমে ৭ বলে মাত্র ১ রান করে আউট হয়ে বসেন। ওয়া𝄹ংখেড়েতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮২ রান সংগ্রহ করে।
জেমিমা রডরিগেজ দলের হয়ে সব থেকে বেশি ৮২ রান করেন। ৭৭ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬২ রান করে নট-আউট থাকেন পূজা বস্ত্র🥃কার। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন যস্তিকা ভাটিয়া। ওপেন করতে নেমে তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ৪৯ রান করে ম๊াঠ ছাড়েন।