কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে শাহরুখ খান শুরু থেকেই মারাত্মক আবেগপ্রবণ। দলের সঙ্গে তিনি ওতোপ্রতো ভাবে জড়িত। টিমের ভালো, খারাপ- সব সময়েই পাশে থাকেন। প্লেয়ারদের উজ্জীবিত করেন। দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) রবিবার চেন্নাইতে ২০২৪ আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ)। তার আগে কেকেআর-এর অন্যতম প্রধান কর্ণধার শাহরুখ খান পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন। ভালো সময়ে তিনি ভোলেননি খারাপ দিনগুলির কথাও, যে দিনগুলির সঙ্গে লড়াই করে জয়ের সরণীতে ফিরেছিল কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে ক𓄧েকেআর আইপিএলের শি💟রপো জিতেছিল।
আরও পড়ুন: শা🌳হরুখের উপরেই কি নির্ভর করছে ভারতীয় দল⭕ে গম্ভীরের কোচ হওয়ার ভাগ্য?
কিন্তু ২০১৪ সালের পর থেকে কলকাতার দলে ট্রফির খর💧া চলছে। ২০২১ সালে ফাইনালে উঠলেও, রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়। ব্যর্থতার দিনে নানা সমালোচনাও শুনতে হয়েছে শাহরুখকে। যাতে তিনি মারাত্মক আঘাতও পেয়েছেন। রবিবার দল ফাইনাল খেলতে নামার আগে সেই যন্ত্রণাই প্রকাশ করে ফেলেছেন বলিউডের বাদশাহ। স্টার স্পোর্টস শাহরুখের একটি সাক্ষাৎকারের কিছু অংশ শেয়ার করেছে।
আরও পড়ুন: পিঠের ব্যথা নিয়ে আমি উদ্বেগ দেখালেও,কেউ বিশ🧸্বাস করেনি- BCCI-এর বিরুদ্ধে ক্ষোভ উগরালেন শ্রেয়স
কিং খানের যন্ত্রণা
স্টার স্পোর্টসের দেওয়া একটি সাক্ষা🧸ৎকারে এসআরকে বলেছেন, ‘বিশ্বের সেরা দল তৈরি করেও, আমরা জিততে পারিনি। পর পর ম্যাচ হারতে হয়েছে। আমার এখনও মনে আছে, যেটি সবচেয়ে দুঃখজনক মুহূর্ত ছিল, সেটি হল, কেউ আমাকে বলেছিলেন, এদের কস্টিউম দেখতে ভালো, কিন্তু খেলা একদমই ভালো নয়। এক জন বিশেষজ্ঞ কথাগুলো বলেছিলেন আমাকে। এই কথাটা খুব কষ্ট দিয়েছিল।’
তিনি আরও যোগ করেছেন, ‘সে জন্যই জিজিকে (গৌতম গম্ভীর) ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এবং সেই 👍সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে আমাদের জন্য। আমরা শিখেছি, ম্যাচ হারলেও, সেই তকমা গায়ে সেঁটে ঘোরা উচিত নয়। কখনও হাল ছাড়িনি। খেলার মাঠ আমাদের অনেক কিছু শেখায়।’
আরও পড়ুন: দ্বিতীয় কোয়ালিফায়ারের থেকে পুরো আ🅠লাদা- পিচ নিয়ে বড় আপডেট♉ দিলেন নাইট অধিনায়ক
গম্ভীরের উপস্থিতিতে তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন
২০১২ সালের ২৭ মে চেন্নাইয়ের চিপকে প্রথম বার আইপিএল জিতেছিল কেকেআর। সেই বার অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি🌠ল নাইটরা। এবার ২৬ মে আবার সেই চিপ🐓কে ফাইনাল। যেখানে ১২ বছর আগে স্বর্ণাক্ষরে ইতিহাস লিখেছিল শাহরুখের দল। এবার কেকেআর পারবে ২০১২ সালের স্মৃতি ফেরাতে? কাটবে ১০ বছর আগের ট্রফির খরা? প্রসঙ্গত, ২০১৪ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে গম্ভীরের নেতৃত্বেই দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইট রাইডার্স।
২০২৪ আইপিএলে🍷 ট্রফির অন্যতম দাবিদারও কেকেআর। টিমগেম খেলছে নাইটরা। প্রত্যেকে অবℱদান রাখছে। আগের যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছিল, তার থেকে এবার অনেক ভালো খেলছে কেকেআর। গৌতম গম্ভীর ফেরায় ঘুরে দাঁড়িয়েছে নাইটরা। আবার তাঁর উপস্থিতিতেই তৃতীয় আইপিএল জয়ের হাতছানি কলকাতার দলের সামনে।