ইতিহাস গড়ল স্কটল্যান্ডের মহিলা ক্রিকেট দল। কোয়ালিফায়ারের ফাইনালে উঠে আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল তারা। এই প্রথমবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে মাঠে নামতে দেখা যাবে স্কটল্যান্ডকে। স্কটিশরা কোয়ালিফায়ারের প্রথম সেম🍬িফাইনালে হারিয়ে দেয় আয়ারল্যান্ডকে।
অন্যদিকে কোয়ালিফায়ার থেকে দ্বিতীয় দল হিসেবে মহিলা টি-২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেল শ্রীলঙ্কা। তারা অপর সেমিফাইনালে পরাজিত করে সংযুক্ত আরব আ൲মিরশাহিকে।
স্কটল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ𒁏ের টিকিট এনে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন ক্যাপ্টেন ক্যাথরিন ব্রাইস। অন্যদিকে শ্রীলঙ্কাকে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে তুলতে মুখ্য ভূমিকা নেন ক্যাপ্টেন চামারি আতাপত্তু। সেমিফাইনালে হেরে এবারꦕের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরা থেকে যায় আয়ারল্যান্ড ও আমিরশাহির।
স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড প্রথম সেমিফাইনাল:-
মহিলা টি-২০ বিশ্বকাপের প্রথম কোয়ালিফায়ারে স্কটল্যান্ড ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে আয়ারল্যান্ডকে। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আয়ারল্যান্ড শুরুতে ব্যাট করতে নামে। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১০ রান সংগ্রহ করে। লি পল ৪৫ ও আর্লেনা কেলি ৩৫ রান করেন। ৪ ওভারে মাত্র ৮ রান খরচ করে ৪টি উইকেট নেন ক্যাথরিন ব্রাইস। ৩২ রানে ৩টি উইকেট নেন রা💧চেল স্ল্যাটার।
পালটা ব্যাট কꦰরতে নেমে স্কটল্যান্ড ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১১২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪৭ বলে ৫০ রান করেন মেগান ম্যাককল। ২৯ বলে ৩৫ রান করে নট-আউট থাকেন🐷 ক্যাথরিন ব্রাইস। ২টি উইকেট নেন আয়ারল্যান্ডের আর্লেনা। ম্যাচের সেরা হন ব্রাইস।
শ্রীলঙ্কা বনাম আমিরশাহি দ্বিতীয় সেমিফাইনাল:-
আবু ধাবির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান তোলে। গুণরত্নে ৪৫, আতাপাত্তু ২১, সমরাবিক্রমে ২৪, হাসিনি পেরেরা ১৫, কাবিশা দিলহারি ✅১৭, নীলাক্ষি সিলভা ১৮ রান করেন। আমিরশাহির বৈষ্ণবী মহেশ ও এশা ওজা ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে আমিরশাহি ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রানে আটকে যায়। ১৫ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা। ক্যাপ্টেন এশা ওজা ৪৪ বলে ৬৬ রান করেন। দ🍌ল হার༒ায় ব্যর্থ হয় তাঁর লড়াই। আতাপাত্তু ৪ ওভারে ২৮ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- 🌄১১ দেশের প🧔্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন
ফাইনালে স্কটল্যান্ড বনাম শ্রীলঙ্কা:-
মঙ্গলবার মহিলা টি-২০ বিশ্বকাপের কোয়ালিফায়ারের ফাইনালে সম্মুখসমরে নামবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। যারা জিতবে, এক নম্বর দল হিস𒁏েবে কো▨য়ালিফায়ার থেকে মূলপর্বে উঠবে। যারা রানার্স হবে, তারা দ্বিতীয় কোয়ালিফায়ার হিসেবে বিশ্বকাপ খেলবে।