একদিকে যেমন এশিয়া কাপ এবং 💯আসন্ন বিশ্বকাপ নিয়ে পুরুষ ক্রিকেট দলগুলি ব্যস্ত। সেই জায়গায় কোনও দিক থেকেই পিছিয়ে নেই মহিলা ক্রিকেট দলগুলি। বেশ কিছু দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিল লঙ্কানরা। এর সঙ্গে সঙ্গে নতুন রেকর্ডও করেছে শ্রীলঙ্কার প্রমিলাবাহিনী। ১১৭ রানের সহজ লক্ষ্যমাত্রা মাত্র তিন উইকেট হারিয়ে তুলে ফেলে ꦫশ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড করে ১১৬ রান। শুরু থেকেই তাদের ব্যাটিং লাইন🍰 আপ খোঁড়াতে থাকে। দুই ওপেনার ব্যর্থ হন। শুরুতেই আউট হয়ে যান ওপেনার ড্যানি ওয়াট। তারপর লড়াই করলেও ১৮ বলে ২৩ রান করে আউট হন মাইয়া বাউচিয়ার। এরপরে তিন নম্বর উইকেটও তাড়াতাড়ি পড়ে যায় ইংল্যান্ডের মেয়েদের এলিস ক্যাপসে মাত্র ৯ রান করে প্যাভেলিয়ানে ফিরে যান। অধিনায়ক হেরাথও বিশেষ কিছু করতে পার🎶েননি। যদি ইংল্যান্ড দলের স্কোরবোর্ড দেখা যায় তাহলে বোঝা যাবে কেউই ৩০ রানের গণ্ডি টপকাতে পারেনি। ফলে ১৯ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশ মহিলা দল। শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন চামারি অথাপাথ্থু। এছাড়াও দুটি করে উইকেট নেন ৩২ বছর বয়সি মিডিয়াম বাঁহাতি বোলার প্রবধানি ও কাভিসা দিলাহারি।
জবাবে ব্যাট করতে নে𓄧মে শুরু থেকেই আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে শ্রীলঙ্কা। অলরাউন্ডার ওপেনার ও অধিনায়ক চামারি অথাপাথ্থু ২৮ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে আরও এক ওপেনার আনুষ্কা ১৬ বলে ২০ রান করে আউট হয়ে যান। তবে এতে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে খুব একটা প্রভাব পড়েনি। রান অল্প থাকায় ১৭ ওভারে নিজেদের প্রয়োজনীয় ১১৭ রান তুলে ফেলে তারা। শ্রীলঙ্কার তিনটি উইকেটের মধ্যে দুটি উইকেট নিয়েছেন ইংল্যান্ডের সারাহ গ্লেন। আর একটি উইকেট নিয়েছেন এলিস।
শ্রীলঙ্কার কাছে এই টি-টোয়েন্টি সিরিজ জেতা আলাদা এক অনুভূতি। কারণ এই প্রথমবার শ্রীলঙ্কার মহিলা দল এশিয়ার বাইরে কোনও টি-টোয়েন্টি সিরিজ জিতল। এছাড়াও এশিয়ার বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০৩ সালে একদিনের সিরিজ জিতেছিল তারা। সেই দিক থেকে এই জয় অনেকটাই গুরুত্বপূর্ণ তাদের কাছে। এছাড়াও শ্রীলঙ্কার মহিলা দলের অধিনায়কের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। শেষ পাঁচটা ম্যাচে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। যদি ব়্যাঙ্কিংয়ের দিক থেকে দেখা হয় তাহলে দেখা যাবে ৮ ন👍ম্বর স্থানে রয়েছে শ্রীলঙ্কার মহিলা দল অন্যদিকে দু’নম্বরে আছে ইংল্যান্ড।
অন্যদিকে ইংল্যান্ড💙ের কাছে এই হার অনেকটাই কঠিন। প্রথমবার অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার কাছে কোনও সিরিজ হারলো তারা। ঘরের মাঠে শেষ সাতটি টি-টোয়েন্টি সিরিজꦜের পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে দেখা যাবে ৬টিতেই ইংল্যান্ড জিতেছে। সেই তালিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো তারকা সম্পূর্ণ দল রয়েছে যাদেরকে ইংল্যান্ড হারিয়েছে। তবে শ্রীলঙ্কার কাছে হেরে লজ্জার রেকর্ড তৈরি করল তারা।