আজ থেকে শুরু হয়ে গেছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করছে লঙ্কানরা। শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সিরাজ। এই ম্যাচে মাঠে ফিরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। টি২০ সিরিজে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করার পর ওডিআই সিরিজেও ভারতের লক্ষ্য সেই একই। পরিসংখ্যান কিন্তু রয়েছে ভারতীয় দলের সঙ্গেই। ১৯৯৭ সালের পর থেকে গত ২৭ বছরে ভারতীয় দলের বিপক্ষে দ্বিপাক♕্ষিক সিরিজে জিততে পারেনি লঙ্কানরা, এমনই লজ্জার রেকর্ড রয়েছে অর্জুন রনতুঙ্গার উত্তরসুরীদের। ১৯৯৭ সালে শেষ বার ভারতকে একদিনের সিরিজে ৩-০ হারিয়ে ছিল শ্রীলঙ্কা। এরপর থেকে প্রত্যেকবার হয় ভারত জিতেছে, নাহলে সিরিজ ড্র হয়েছে। কোনওবারই জিততে পারেনি শ্রীলঙ্কা। এমনই লজ্জার রেকর্ড তাড়া করে বেড়াচ্ছে লঙ্কানদের।
আরও পড়ুন-অলিম্পিক্সে অপ্রতিরোধ্য জকোভিচ!📖 টানা তিন ম্যাচ স্ট্রেট সেটে জিতে, কোয়ার্টারে জোকার!
একঝলকে শ্রীলঙ্কা-ভারত ওডিআই সিরিজের ফল-
১৯৯৭ সালে শ্রীলঙ্কা ৩-ভারত ০
১৯৯৭ সালে ভারত ১- শ্রীলঙ্কা ১ ( সিরিজ ড্র)
২০০৫ সালে ভারত ৬-শ্রীলঙ্কা ১
২০০৬ সালে ভারত ০-শ্রীলঙ্কা ০ (সিরিজ ড্র)
২০০৭ সালে ভারত ২-শ্রীলঙ্কা ১
২০০৮ সালে ভারত ৩-শ্রীলঙ্কা ২
২০০৯ সালে ভারত ৪-শ্রীলঙ্কা ১
২০০৯ সালে ভারত ৩- শ্রীলঙ্কা ১
২০১২ সালে ভারত ৪-শ্রীলঙ্কা ১
আরও পড়ুন-আইপি🐓এলে খেলা নিয়ে টালবাহানা! বিদেশিদের নাটক সহ্য করবে না BCCI! সরাসরি হবে নির্বাসন?
২০১৪ সালে ভারত ৫, শ্রীলঙ্কা ০
২০১৭ সালে ভারত ৫, শ্রীলঙ্কা ০
২০১৭ সালে ভারত ২-শ্রীলঙ্কা ১
২০২১ সালে ভারত ২-শ্রীলঙ্কা ১
২০২৩ সালে ভারত ৩- শ্রীলঙ্কা ০
আরও পড়ুন-আনোয়ার ইস্যুতে সুর নরম গোয়েঙ্ক✅ার, তাহলে কি হতে পারে মিটমাট?
১৯৯৭ সালের পর থেকে বিভিন্ন সময় ভারতীয় দলে এসেছেন বিভিন্ন অধিনায়ক, কোচ। তবে লঙ্কানদের বিপক্ষে ওডিআইতে জয়ের ধারা বজায় রেখেছেন সকলেই। সৌরভ গঙ্গোপাধ্যায়-জন রাইট জুটির পর রাহুল দ্রাবিড়-গ্রেগ চ্যাপেলন, মহেন্দ্র সিং ধোনি-গ্যারি কার্স্টেন, বিরাট কোহলি-রবি শাস্ত্রী অথবা রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়, গত ২৭ বছরে সব জুটির কাছেই পর্যুদস্ত হতে হয়েছে শ্রীলঙ্কাকে। চলতি সফরের টি২০ সিরিজেও হোয়াইট ওয়াশ করেছে আশালঙ্কার দল। গৌতম গম্ভীর-রোহিত শর্মা জুটিও যে ওডিআই সিরিজে সেই এক লক্ষ্যেই থাকবে তাও বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে এখন যেনতেন প্রকারেন ঘুরে দাঁড়াতে মরিয়া সনথ জয়সূর্যদের দেশ। ২ অগাস্ট থেকে শুরু হওয়া তিন ম🌸্যাচের সিরিজ চলবে আগামী বুধবার ৭ অগাস্ট পর্যন্ত।