BCB announced 15-member squad: পাকিস্তানের মাটিতে বাবর আজমদের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পরের সময়টা বাংলাদেশ কﷺ্রিকেটের জন্য ভালো যাচ্ছে ন⛄া। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজটাও ভালো কাটেনি শান্তদের। পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার তাজা স্মৃতি নিয়ে ভারতে নেমেছিল শাকিব আল হাসানরা। তবে সিরিজের প্রথম টেস্টেই বাংলাদেশ হেরেছে ২৮০ রানে। দ্বিতীয় টেস্টে তিন দিন পেরিয়ে গিয়েছে বৃষ্টির কারণে এখনও সেভাবে খেলাই হল না। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। এর মাঝেই আবার অবসরের ঘোষণা করে দিয়েছেন শাকিব।
শাকিবের বদলি কে দলে জায়গা পাচ্ছে-
এত কিছুর মাঝেই এবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট থেকে চোখ সরিয়ে এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে চোখ দিয়েছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টির সিরিজের জন্য বাংলাদেশের দলও ঘোষণা করা হয়েছে। তবে শাকিব আল হাসান কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন। এর পরেই বাংলাদ🦹েশ শাকিবের বদলি কাকে দলে নিয়ে আসে তা দেখার জন্য সকলের আগ্রহ ছিল।
আরও পড়ুন… কখনও ভাবিনি যে বাংলাদেশের🍬 হয়ে খেলব না- দল ছাড়ার কারণ ও টিমে ফেরার ইঙ্গিত দিলেন তামিম ইকবাল
এদিকে শাকিব আল হাসা🐷নের অবসর ঘোষণার পরে বাংলাদেশ দলে এক তারকা ক্রিকেটার টি টোয়েন্টিতে ১৪ মাস পরে প্রত্যাবর্তন করতে চলেছেন। ১৪ মাস পরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ পাচ্ছেন টাইগারদের আর এক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আর বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমনকেও দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন… চোট না পেলে আগেই সে ভারতীয় দলে জায়গা পেত- মায়াঙ্কে💫র সাফল্য নিয়ে আশাবাদী কোচ দেবেন্দ্র শর্মা
শাকিবের অনুপস্থিতি নিয়ে কী বললেন তামিম-
এদিকে শাকিবের দলে না থাকা নিয়ে বড় মন্তব্য করেছেন তামিম ইকবাল। শাকিবের একাদশে থাকা মানেই একজন বোলার অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলা বলে মনে করেন তামিম। তার মতো একজন অলরাউন্ডার সব দলেরই কাম্য। তাই শাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশ গড়তে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন তামিম। ভা꧑রত বনাম বাংলাদেশ টেস্টﷺ ম্যাচে ধারাভাষ্য দিতে গিয়ে তামিম বলেন, ‘শাকিব ব্যাটিং-বোলিং দুটিই করত। সে অবসর নেওয়ায় বাংলাদেশ দল একাদশ গড়তে কঠিন হবে। সে ছিল বাংলাদেশের একমাত্র যথার্থ অলরাউন্ডার।’
আরও পড়ুন… সনৎ জয়সূর্যের হাত ধরে শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন যু﷽গ! কিউয়িদের হারাতেই কোচ পেলেন বিশেষ পুরস্কার