আইপিএলে এবারের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বে অনবদ্য পারফরমেন্স করছে এই দল। প্রায় প্রতি ম্যাচেই চার ছক্কার বন্যা দেখা যাচ্ছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের ব্যাটে। ক্লাসেন, মার্করাম তো আছেনই। এরই মধ্যে নয়া রেকর্ড গড়ে ফেলল সানরাইজার্স দল। আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারলেও মাত্র আট ম্য়াচের মধ্যেই তাঁরা ঢুকে পড়লেন ১০০টি ওভারবাউন্ডারির ক্লাবে। অর্থাৎ এবারের আইপিএলে শুরুর আট ম্যাচের মধ্যেই তাঁরা ১০০টি ছয় মেরে ফেললেন। এর আগে ২০২২ সালেও ১০০টি ওভারবাউন্ডারি মারার কাছাকাছি চলে এসেছিল হায়দরাবাদ দল। কিন্তু ৯৭তে সেবার থেমে গেছিল 🍨তাঁদের ছয়ের সংখ্যা। এবার শুরু থেকেই দল যে ছন্দে রয়েছে তাতে এই রেকর্ড হওয়াটা স্বাভাবিক ব্যাপারই ছিল। কিন্তু আইপিএলের সবে এখন মাঝপথ বলা চলে। তারই মধ্যে এমন রেকর্ড গড়ে ফেলায় পরবর্তী ম্যাচগুলোতে এই ছয়ের সংখ্যা তাঁরা বাড়িয়ে কতদুর নিয়ে যায় সেদিকেই নজর থাকছে সকলের।
আরও পড়ুন-IPL 2024-ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা স♊হায়তা করছে পিচ?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সকলকে অবাক করেই হেরেছে নিজামের শহরের দল। যে দলের বিপক্ষে মরশুমে প্রথম সাক্ষাৎ-এ ২৫০- ওপর রান তুলেছিল সানরাইজার্স, তাদেরই বিরুদ্ধে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ওপেনার ট্রাভিস হেড করেন মাত্র ১ রান। এরপর এইদেন মার্করাম, এন﷽রিখ ক্লাসেনও ব্যর্থ হন। শেষদিকে প্যাট কামিন্স ৩১ রান ও শাহবাজ আহমেদ ৪০ রান করে লড়াই দেন। কামিন্স তিনটি ওভারবাউন্ডারি মারেন। তাতেও সানরাইজার্সের ছয়ের সংখ্যা কিছুটা বেড়ে যায়। ওপেনার অভিষেক শর্মা ৩১ রান করেন, মারেন দুটি ওভারবাউন্ডারি। কিন্তু এসবে দলের জয়ের ক্ষেত্রে লাভ হয়নি। শেষ পর্যন্ত ৩৫ রান দূরেই হায়দরাবাদের ইনিংস থেমে যায়।
আরജও পড়ুন-ভারতকে দুরমুশ কﷺরা বিশ্বকাপ ফাইনালের ব্যাটে ছিল না স্প্রিং,রয়েছে বাড়িতেই- পন্টিং
এবারের আইপিএলে অনেক শক্তিশালী দলকে হারিয়ে দিলেও হঠাৎই লিগের লাস্ট বয়ের কাছে হারতে হওয়ায় বেশ ধাক্কা খেয়েছে হায়দরাবাদ। ৮৫ রানের মধ্যে ৬ উইকেট হারানোর বিষয়টাও অনেকটা ওয়েক আপ কল হিসেবেই দেখছেন অধিয়াক কামিন্স। দল পাঁচটা ম্যাচে জিতলেও একটা আধটা হার, প্লে অফের আগে দলকে সতর্ক করে দিতে পারে। ক্রিকেটারদের আত্মতুষ্টি কাটাতে সাহায্য করে। সেই কারণেই এই হারকে শিক্ষা হিসেবেই নিচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনয়াক কাম𒅌িন্স। দলের ক্রিকেটারদের বলছেন, কঠিন পরিস্থিতিতে কীভাবে মাথা ঠান্ডা রেখে চাপ কমাতে হবে। কারণ আরসিবির বিপক্ষে রান চেজ করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৪ ব্যাটার আউট হয়ে যায় তাঁদের, যার মধ্যে অভিষেক,হেড, ক্লাসেন এবং মার্করাম ছিলেন।
আইপিএলে এখন ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট রয়েছে শাহবাজ, কামিন্সদের। রবিবার পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ আইপিএলের সফলতম দল চেন্নাই। সেই ম্যাচ হবে🅺 চিপকে। ফলে পরীক্ষা বেশ কঠিনই হতে চলেছে অভিষেক, হেডদের কাছে।