The Chennai Braves vs New York Strikers: টি টেন লিগের ২৩তম ম্যাচে দ্য চেন্নাই ব্রেভসের💛 মুখোমুখি হয়েছিল নিউইয়র্ক স্ট্রাইকার্স। এই ম্যাচে অবাক করা পারফরমেন্স করলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেস বোলার মহম্মদ আমির। নিজের কোটার ২ ওভার বল করে দিলেন মাত্র ৭ রান। এই সময়ে তিনি চেন্নাই ব্রেভসের চারটি উইকেট তুলে নিলেন। মহম্মদ আমির ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন। ওভারের প্রথম বলেই কোবে হার্ফটকে রান আউট♎ আউট করেন আমির। এরপরের বলেই মানসেকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি।
ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষকে শূন্য রানে আউট করেন আমির। এরপরে ওভারের ছয় নম্বর বলে আশালাঙ্কাকে আউট করেন। এভাবে প্রথম ওভারে রান আউট সহ মোট চার♌ উইকেট তুলে নেন আমির। তবে তাঁর খাতায় এই সময় পর্যন্ত বল হাতে তিনটি উইকেটই ছিল। এরপরে আট নম্বর ওভারে বল করতে আসেন মহম্মদ আমির। ওভারের দ্বিতীয় বলেই জেসন রয়কে বো্ড করেন তিনি। সেই সময়ে জেসন রয় ১৮ রান করে ক্রিজে ছিলেন। এভাবে ম্যাচে নিজের চতুর্থ উইকেট শিকার করেন মহম্মদ আমির। মহম্মদ আমিরের বলে মানসে, রাজাপক্ষে, আশালাঙ্কারা গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন।
মহম্মদ আমিরের দুরন্ত বোলিংয়ের সুবাদে চেন্নাই ব্রেভসকে নির্ধারিত ১০ ওভারে ৭৫ রানে আটকে রাখতে সফল হয় নিউইয়র্ক স্ট্রাইকার্স। এই সময়ে চেন্নাই স্কোর♉ বোর্ডে তোলে ৯ উইকেটে ৭৫ রান। দলের সর্বোচ্চ ১৮ রান করেন জেসন রয়। মহম্মদ আমিরের চার উইকেট ছাড়াও সুনীল নারিন ও জাওয়াদউল্ল𓄧াহ নিলেন একটি করে উইকেট।
চেন্নাই ব্রেভসের দেওয়া ৭৬ রানের টার্গেটকে তাড়া করতে নেমে প্রথমেই উইকেট হারিয়েছিল নিউইয়র্ক স্ট্রাইকার্স। স্যাম কুক বল হাতে রহমনউল্লাহ গুরবাজ ও নিরোশান ডিকওয়েল্লাক শূন্য রানে ফেরান। এরপরে অবশ্য ম্যাচের রাশ ধরেন মুহম্মদ ওয়াসিম ও মার্ক দেয়াল। ওয়াসিম ১০ বলে ১৮ রান করেন ও দেয়াল ♈১৮ বলে ১৯ রান করে আউট হন। শেষে ম্যাচ শেষ করেন আসিফ আলি। ১৩ বলে ২৩ রানের ইনিংস খেলে নিউইয়র্ক স্ট্রাইকার্সের জয় নিশ্চিত করেন তিনি। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গ দেন ওডিন স্মিথ ও দলের অধিনায়ক কায়রন পোলার্ড। শেষ পর্যন্ত ৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউইয়র্ক স্ট্রাইকার্স। এদিনের ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন মহম্মদ আমির। এদিনের জয়ের ফলে ৬ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে নিউইয়র্ক স্ট্রাইকার্স। ৬ ম্যাচে চার পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে রয়েছে চেন্নাই ব্রেভস।