চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে মাত্র ৫ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। এখনও পর্যন্ত খেলা তিনটি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি ১ রান এবং পাকিস্তানের বিপক্ষে চার রান করেছেন। এরপরে আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছে গিয়েছিলেন তিনি। ২০২৪ আইপিএলে যেখানে কোহলি ওপেন করতে নেমে সর্বোচ্꧃চ রান সংগ্রাহক হয়ে অরেঞ্জ ক্🌸যাপ জিতেছিলেন, সেখানে ভারতের হয়ে ওপেন করতে নেমে চূড়ান্ত নিরাশ করেছেন।
তাতে অবশ্য এতটুকু মাথাব্যথা নেই কোহলি ভক্তদের। বিরাট কোহলিকে ঘিরে নিউইয়র্কের ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা ছিলꦉ তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে প্রাক্তন ভারত অধিনায়কের প্রতি নিউইয়র্কের ক্রিকেট প্রেমীদের ভালোবাসার বিস্ফোরণ ঘটেছে।
রবিবার ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউইয়র্ক লেগ শেষ করার কয়েক দিন পর এই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে। নিউইয়র্কে ভারত তাদের গ্রুপ লিগের তিনটি ম্যাচই খেলেছে। তারা যথাক্রমে আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার আটে নিজেদের জায়গা পাকা করে ফেলে। যাইহোক কোন ম্যাচে♔ এই ঘটনাটি ঘটেছে জানা নেই। তবে নিউইয়র্কের কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভক্তরা হিন্দিতে কোহলিকে উদ্দেশ্য করে বলছ♋েন, ‘হামারা নেতা ক্যায়সা হো, বিরাট কোহলি জ্যায়সা হো (বিরাট কোহলির মতো আমাদের রাজনীতিবিদদের হওয়া উচিত)।’
কোহলি সেই সময়ে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন। ভক্তদের এমন ভালোবাসার বদলে মিষ্টি সৌজন্যও দেখিয়েছেন কিং কোহলি। তিনি তাঁর টুপি ভক্তদের দিকে তা নেড়ে দেন। এই ভিডিয়ো স♏োশ্যাল মিডিয়ায় একেবারে হুহু করে ভাইরাল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির কাছ থেকে যেমনটা প্রত্যাশিত ছিল, সেটা পূরণ করতে পারেননি তারকা ব্যাটার। সুপার আটের ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে বিরাট কোহলির অফ ফর𓆉্ম নিয়ে দাবি করেছেন, ‘বিরাট ভালো ব্যাট করুক বা খারাপ, ওকে নিয়ে প্রশ্ন হবেই। এটা আমার খুব ভালো ඣলাগে। ওকে নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। একেবারেই কোনও চিন্তা নেই। আইপিএল থেকে বিরাট দুর্দান্ত ফর্মে রয়েছে। এখানে কয়েকটা ম্যাচে রান না পেলে, সবটা বদলে যায় না। ও নেটেও খুব ভালো ব্যাট করছে।’
আজ পড়ুন: প্রথমে স্♊মৃতির দাপট, পরে দীপ্তি-শোভনার আগুনে বোলিং, প্রোটিয়াদের ১৪৩ রানে উড়𝄹িয়ে দিল ভারত
গ্রুপ পর্বে কোহলি রান না পাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে বলে মনে করেন রাঠোর। তাঁর বক্তব্য, ‘সত্যি বলতে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। কারণ ওর খিদে আরও বেড়ে গিয়েছে। ওর মতো ব্যাটার বেশি দিন ব্যর🦄্থ হতে পারে না। আমি নিশ্চিত, সুপার আটে ওর ব্যাটে রান আসবে। সেটা দলের জন্যই ভালো হবে। নক আউটে সেরা ফর্মের বিরাটকে আমাদের দরকার।’