হরমনপ্রীত কৌরদের গুঁড়িয়ে দিয়ে কি মহেন্দ্র সিং ধোনিদের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সোফি ডিভাইন? শুক্রবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ৫৮ রানে হারিয়ে দেওয়ার পরে নিউজিল্যান্ডের অধিনায়ক যে মন্তব্য করেছেন, তাতে সেই জল্পনাই শুরু হয়েছে। কারণ টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচে হারের পরে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে নেমেছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ℱহরমনদের গুঁড়িয়ে দেয় ‘হোয়াইট ফার্ন’। আর সেই জয়ের পরে নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা এই ম্যাচটাকে (ভারতের বিরুদ্ধে ম্যাচ) টার্গেট করছিলাম। আমরা ব্ল্যাক ক্যাপসদের (নিউজিল্যান্ডের পুরুষ দল) থেকে অনুপ্রেরণা পেয়েছি।’
নিউজিল্যান্ডের পুরুষ দলের থেকে কী অনুপ্রেরণা নিয়েছিলেন তাঁরা, তা অবশ্য ♎খোলসা করে বলেননি সোফি। তবে অনেকের মতে, বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে ‘ব্ল্যাক ক্যাপস’-র যে দুর্দান্𒁏ত রেকর্ড আছে, সেটাই বলতে চেয়েছেন সোফি।
২০ বছরের কিউয়ি ‘ভূত’ চেপেছিল ভারতের ঘাড়ে
আসলে ২০০৩ সালের পর থেকে কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে জ🎶য় পাওয়ার জন্য ভারতকে ২০ বছর অপেক্ষা করতে হয়েছিল। ২০০৭ সাল, ২০১৬ সাল এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরে গিয়েছিল। আর সবথেকে বেশি হৃদয় ভেঙেছিল ২০১৯ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে। ম্যাঞ্চেস্টারে বৃষ্টিবিঘ্নিꦇত সেই সেমিফাইনালে ভারত হেরে গিয়েছিল। সেই ম্যাচে ধোনির রান-আউটের ছবিটা এখনও ভারতীয় ফ্যানদের হৃদয়ে তিরের মতো বিঁধে আছে।
আরও পড়ুন: মিসফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেܫও নজর কাড়ল জেমিমার🎶 ফিল্ডিং…জিতলেন সেরা ফিল্ডারের পদক…
পুরুষদের T20 বিশ্বকাপে কিউয়িদের হারাতে পারেনি ভারত
শেষপর্যন্ত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতীয় পুরুষ দলের ঘাড় থেকে নিউজিল্যান্ডের সেই ‘ভূত’ নেমেছিল। প্রথমে গ্রুপ পর্যায়ের ম্যাচে চার উইকেটে জিতেছিল ভারত। আর তারপর সেমিফাইনালে কিউয়িদের ৭০ রানে গুঁড়িয়ে দিয়েছিল। আর তারপর ২০২৪ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা পড়েনি ভারত। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘হে🦋ড টু হেড’ রেকর্ডে ০-৩ ব্যবধানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়🃏া।
মহিলাদের বিশ্বকাপে ‘কাঁটে কি টক্কর’
সোফিদের অবশ্য ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে তেমন আহামরি রেকর্ড ছিল না। শুক্রবারের আগে পর্যন্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ✱্বকাপের মঞ্চে দুটি দল মোট চারটি ম্যাচ খেলেছিল। ভারত দুটি ম্যাচে জিতেছিল। নিউজিল্যান্ডও দুটি ম্যাচে জিতেছিল। শেষবার যে লড়াই হয়েছিল🌠, তাতে ২০২০ সালের বিশ্বকাপে তিন রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।
সার্বিকভাবে আন্তর্জাতিক ট꧑ি-টোয়েন্টিতে কালকের আগে পর্যন্ত নিউজিল্যান্ড ন'টি ম্যাচে জিতেছিল। 💮ভারতের জয়ের সংখ্যা ছিল চার। আর শুক্রবারের ম্যাচের পরে নিউজিল্যান্ডের সেই পরিসংখ্যান আরও ভালো হল। সেইসঙ্গে একটানা ১০টি ম্যাচের হারের ধারায় ইতি টেনে দিলেন ‘হোয়াইট ফার্ন’-রা।