ভারত বনাম বাংলাদেশ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে একটা সময়ে ১৪৪ রানে ৬ উইকেট থেকে ভারত ৩৭৬ রান তোলে। এই স্কোর ভারতীয় দলের জন্য দারুণ। তবে এর মাঝেই মজার একটা বিষয় লক্ষ্য করা যায়। আসলে ৮২.১ ওভারে ৩৪৩ রানের মাথায় রবীন্দ্র জাদেজা আউট হয়ে যান। এই সময়ে আকাশদীপ ব্যাট করতে মাঠে নামেন। এরপরে আকাশদীপ আউট হয়ে যেতে একটা মজার ছবি দেখা যায়। আসলে সেই সময়ে সিরাজ ও বুমরাহ দুজনেইꦐ প্যাড পরে মাঠে নামার জন্য প্রস্🐬তুত ছিলেন। অশ্বিনের সঙ্গে কে ব্যাট করতে নামবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়।
আরও পড়ুন… IND vs BAN Test: ৪০০🌼-র মধ্যে ভারতকে গুটিয়ে দেবে বাংলাদেশ- দ্বিতীয় দিনের আ🦄গে মাহমুদ হাসানের হুঙ্কার
ঘটনাটা কী ঘটে ছিল?
এই সময়ে ধারাভাষ্যের আসনে বসে থাকা দীনেশ কার্তিক ও হর্ষ ভোগলের মধ্যে একটা কথোপকথন বেশ মজার পরিবেশ তৈর🙈ি করেছিল। আসলে এই সময়ে দীনেশ কার্তিক বোলারদের ‘ইগোর’ কথা ত💎ুলে ধরেন। যা শুনে সকলেই হাসতে থাকেন। আকাশদীপ যখন আউট হয়ে সাজঘরে ফিরছেন তখন দেখা যায় সাইড লাইনে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ব্যাট করার জন্য প্রস্তুত।
এরপরে হর্ষ ভোগলে বলেন, ‘ঠিক আছে, বুমরাহ এবং সিরাজ দুজনেই প্যাড আপ করছেন। আমি ভাবছি এর পরের ব্যাটার কে? বুমরাহ, অবশ্যই বুমরাহ হতে পারেন।’ এরপরে দীনেশ কার্তিক বলেন, ‘হতেই হবে। অতীতে রান পেয়েছেন তিনি। তবে সিরাজও আছেন। ঠিক আছে দ꧋েখা যাক। তবে অবশ্যই, যখন বোলারদের ব্যাটিংয়ের কথা আসে, তখন সবসময় তাদের মধ্যে ‘ইগো’ দেখা যায় (হাসতে থাকেন তাঁরা)।’
আরও পড়ুন… ভি�🤪�ডিয়ো: ওকে ৪০ ওভার খেলতে দাও, বাকিরা এমনই আউট হয়ে যাবে: বাবর আজমকে সরফরাজ আহমেদের স্লেজিং
ভারতের বোলিং কেমন ছিল?
ভারতের প্রথম ইনিংস ৩৭৬ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি, জসপ্রীত বুমরাহ প্রথম ওভারেই শাদমান ইসলামকে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। এরপর নিজের একই ওভারে জাকির হাসান ও মুমিনুল হককে আউট করেন আকাশদীপ। লাঞ্চ বিরতির পর♓ শান্তকে আউট করে বাংলাদেশকে চতুর্থ ধাক্কা দেন মহম্মদ সিরাজ। এরপর মুশফিককে নিজের শিকারে পরিণত করেন জসপ্রীত বুমরাহ। দুই সেট ব্যাটসম্যান লিটন দাস ও শাকিব আল হাসানের ফর্মে থাকা দুই ব্যাটারকে ফাঁদে ফেলে বাংলাদেশের পিঠ ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। চা বিরতির আগে হাসানকে প্যাভিলিয়নের পথ দেখান বুমরাহ। ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছিল বা👍ংলাদেশ।
আরও পড়ুন… AUS vs ENG 1st ODI: ১২৯ বলে অপরাজিত ১৫৪ꦦ রান! জয়সূর্য-কনওয়েকে পিছনে ফেলে ট্র্যাভিཧস হেডের অনন্য নজির
জেনে নিন ভারতের ব্যাটিং ইনিংস কেমন ছিল?
ভারতীয় ইনিংস সম্পর্কꦇে কথা বলতে গেলে, ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ১১৩ রানের একটি শক্তিশালী ইনিংস খেলেন, রবীন্দ্র জাদেজা ৮৬ রান করেন এবং যশস্বী জয়সওয়াল ৫৬ রান করেন। বাংলাদেশের পক্ষে ব্যাটিং শুরু করেন হাসান মাহমুদ, ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। প্রথম দিনে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে যাওয়ার পরে ভারতের জন্য এটি একটি দুর্দান্ত স্কোর ছিল। টিম ইন্ডিয়াকে এই স্কোরে নিয়ে যেতে অশ্বিন-জাদেজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যারা সপ্তম উইকেটে ১৯৯ রানের জুটি গড়েছিলেন। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলিং আক্রমণের নায়ক তাসকিন আহমেদ বাকি চার উইকেটের মধ্যে তিনটি শিকার করেন। এদিকে হাসান ꦺমাহমুদ ৫ উইকেট শিকার করেন।