সদ্য শেষ হয়েছে ভারতের♍ ওয়েস্ট ইন্ডিজ সফর। টেস্ট এবং ওডিআই সিরিজ ভারত জিতলেও, টি-টোয়েন্টিতে হারতে হয়েছে ভারতীয় দলকে। এই টি-টোয়েন্টি সিরিজ হারের পর থেকেই সমালোচনার ঝড় এসে পড়েছে। ভারতের এই ব্যর্🅷থতার মধ্যেও স্বস্তির খবর একটাই, তা হল তিলক বর্মা। এই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে অভিষেক হয় তিলকের। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করেন এই তরুণ ব্যাটার। যার জন্য সবার থেকে প্রশংসা পেয়েছেন।
তিলকের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। কঠিন পরিস্থিতি থেকে কী করে চাপমুক্ত করতে হয়, তা হয়ত তিলককে দেখেই শেখা যায়। এমন নানান মন্তব্য ঘোরপাক খাচ্ছে। ইতিমধ্য়েই তিলককে শুভেচ্ছা জানিয়েছেন ব্রেভিস। এবার তিলক ব্রেভিসকে শুভেচ্ছা জানালেন।꧂
সদ্য প্রকাশিত হয়েছ দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দল। আর সেই দলেই সুযোগ পেয়েছেন ব্রে🏅ভিস। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন তিলক। ইনস্টাগ্রাম স্টোরিতে ব্রেভিসের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিলক লিখেছেন, ‘তোমার টি-টোয়েন্টি দলে ডাক আসায় আমি খুব আনন্দিত। তোমাকে অনেক অভিনন্দন। তোমার জন্য় আমি খুব গর্বিত।’
পাশাপাশি ব্রেভিসও ভিডিয়ো কলের মধ্যে দিয়ে তিলককে শুভেচ্ছা জানান কয়েক দিন আগেই। ব্রেভিস ভিডিয়ো কল করে তিলককে শুভেচ্ছা জানিয়ে বলছেন, 'আরে ভাই, আমি আশা করি তুমি খুব উত্তেজিত। আমি জানি না আমি তোমার চেয়ে বেশি উত্তেজিত কিনা। তবে আমার পক্ষ থেকে এবং ব্রেভিস পরিবারের পক্ষ থেকে বলতে চাই, তোমাক অভিষেকের জন্য অনেক অভিনন্দন। এটি তোমার এবং তো꧙মার পরিবারের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত। আমি শুধু কল্পনা করতে পারি যে তোমার বাবা-মা এবং সবাই কতটা খুশি হবেন। তোমাকে ভারতীয় দলে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, তারাই তোমার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন।'
তিলক এতটাই আনন্দিত হয়েছেন যে এমন ভাবে কেউ তাকে শুভেচ্ছা জানাবে, তা কল্পনাও করেননি তিনি। তিলক বলেন, 'আমি সত্যিই খুবই আনন্দ✃িত। এটি একটি বিস্ময়কর বিষয় ছিল। আমি ভাবছিলাম এটা আমার কোচ বা পরিবারের কেউ এই ভা𒈔বে শুভেচ্ছা জানাতে পারে। আমি সত্যিই খুশি। তোমাকে অনেক ধন্যবাদ আমার ভাই, সবসময় তোমাকে ভালবাসি। সত্যিই তোমার প্রশংসা পেয়ে আমি ধন্য। শীঘ্রই আমাদের আবার দেখা হবে।'
এই টি-টোয়েন্টি সিরিজে ভারত ৩-২ ব্যবধানে হারলেও দুর্দান্ত পারফꦐরম্যান্স করেছেন তিলক। এই সিরিজে সর্বোচ্চ রান তাঁর ঝুলিতেই। ভারতীয় দল 🐎যে ভবিষ্যতের তারকা পেয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।