প্রত্যাশা মতোই দাপুটে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। টুর্নামেন্টের ইতিহাসের সব থেকে সফল দল ভারত উদ্বোধনী ম্যাচে কার্যত একতরফাভাব🐷ে হারিয়ে দেয় আফগানিস্তানের যুব দলকে।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমি মꦏাঠে টস জিতে আফগানিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক উদয় সাহারান। আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ১৭৩ রান তুলে অল-আউট হয়ে যায়। ওপেনার জামশিদ জাদরান একপ্রান্ত আঁকড়ে লড়াই চালান।
জামশিদ ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে দলের হয়ে 💞সব থেকে বেশি ৪৩ রান করে আউট হন। ২টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন মহম্মদ ইউনুস। ১টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ২৫ রান করে🗹ন উইকেটকিপার নুমান শাহ।
এছাড়া আক্রম মহম্মদজাই ২০, ওয়াফিউল্লাহ তারাখিল ১৫, সোহিল খান ১২ ও খলিল আহমেদ ৯ রানের সংক্ষিপ্ত যোদগান রাখেন। ভারতের অর্শিন কুলকার্নি ৮ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ১০ ওভারে ৪৬ রান খরচ করে ৩টি উইকেট নেন রাজ লিম্বানি। ১০ ওভꦅারে ২টি মেডেন-সহ ৩০ রানে ২টি উইকেট নেন নমন তিওয়ারি। এছাড়া ১টি করে উইকেট দখল করেন মুরুগান অভিষেক ꧒ও মুশির খান।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের যুꦆব দল ৩৭.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৭৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। অর্শিন দুরন্ত বোলিংয়ের পাশাপাশি অনবদ্য ব্যাটিংও করেন। তিনি দাপুটে হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন।
৪টি বাউন্ডারির সাহায্যে ১০৫ বলে ৭০ রান করে নট-আউট থাকেন আর্শিন। দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় মুশিরের। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।𝕴 এছাড়া ২টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ২০ রান করেন ক্যাপ্টেন উদয়। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৪ রান করেন ওপেনার আদর্শ সিং। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন রু🐎দ্র প্যাটেল।
আফগানিস্তানের হয়ে ১টি করে উইকেট দখল করেন বশির আহমেদ, ওয়াহিদউল্লাহ জাদরান ও খলিল আহমেদ। দিনের অপর ম্যাচে নেপালের অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তানের যুব দল। শুরুতে ব্যাট করে নেপাল ১৫২ রানে ❀অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৩ উইকেটে ১৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়।