অনূর্ধ-১৯ এশিয়াಌ কাপের জন্য ভারতীয় দল ঘোষিত হল শনিবার। ১৫ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং স্ট্যান্ড-বাই হিসেবে আরও ৩ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন জাতীয় জুনিয়র নির্বাচকরা। সেই সঙ্গে আরও ৪ জনকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ট্র্যাভেলিং স্ট্যান্ড-বাই ক্রিকেটাররা দলের সঙ⭕্গে সফর করবেন। তবে রিজার্ভ ক্রিকেটারদের টুর্নামেন্ট খেলতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে না। তাঁরা দেশেই থাকবেন। প্রয়োজন পড়লে তবেই তাঁদের ডেকে নেওয়া হবে স্কোয়াডে। উল্লেখযোগ্য বিষয় হল, মূল স্কোয়াড, ট্র্যাভেলিং স্ট্যান্ড-বাই অথবা রিজার্ভ, কোনও তালিকাতেই নাম নেই বাংলার কোনও ক্রিকেটারের। অর্থাৎ, মোট ২২🍃 জন ক্রিকেটারের নাম নির্বাচকদের বিবেচনায় থাকলেও বাংলা থেকে কেউ ডাক পেলেন না যুব দলে।
আগামী ৮ ডিসেম্বর থেকে আমিরশাহিতে বসবে যুব এশিয়া কাপের আসর। টুর্নামেন্টের সব থেকে সফল দল ভারত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। ভারতীয় দল এখনও পর্যন্ত মোট ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে যুব এশিয়া কাপে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামবে এবার। ১০ ডিসেম্বর খেলা হবে টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পা🌳কিস্তান ম্যাচ।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-
অর্শিন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র ময়ূর প্যাটেল (গুজরাট), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), উদয় সাহারান (ক্যাপ্টেন, পঞ্জাব), আরাভেল্লি অবনীশ রাও (উইকেটকিপার, হায়দরাবাদ), সৌম্য কুমꦛার পাণ্ডে (ভাইস ক্যাপ্টেন, মধ্যপ্রদেশ), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), ইন্নেশ মহাজন (উইকেটকিপার, হিমাচলপ্রদেশ), ধনুষ গৌড়া (কর্ণাটক), আরাধ্য শুক্লা (পঞ্জাব🌌), রাজ লিম্বানি (বরোদা) ও নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।
ভারতীয় দলের ট্র্যাভেলিং স্ট্যান্ড-বাইয়ের তালিকা:-
প্রেম দেবকর (মুম্বই), অংশ গোসাই (সৌরাষ্ট্র), মহম্মদ আ⭕মন (উত্তরপ্রদেশ)।
ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ারের তালিকা:-
দিগবিজয় পাটিল (মহারাষ্ট্র), জয়ন্ত গয়াত (হরিয়ানা), পি 𝓡বিগনেশ (তামিলনাড়ু), কিরণ ক🎃োরমেল (মহারাষ্ট্র)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:-
৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান।
৮ ডিসেম্বর: পাকিস্তান বনাম নেপাল।
৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি।
৯ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম জাপান।
১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান।
১০ ডিসেম্বর: আফগানিস্তান বনাম নেপাল।
১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি।
১১ ডিসেম্বর: বাংলাদেশ বনাম জাপান।
১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান।
১২ ডিসেম্বর: ভারত বনাম নেপাল।
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা।
১৩ ডিসেম্বর: আমিরশাহি বনাম জাপান।
১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল।
১৫ ডিসেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর: ফাইনাল।