মাঠে নেমেই আউট হয়ে সাজঘরে ফিরতে পারতেন জো রুট। তবে প্রযুক্তির বদ⛎ান্যতায় তিনি জীবনদান পেয়ে যান বলে দাবি তোলেন রবি শাস্ত্রীর মতো টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা। বরং ব🐬লা ভালো যে, প্রযুক্তির ভুলে বেনিফিট অফ ডাউট পেয়ে যান রুট।
হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ওপেনিং জুটিতেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ৫৩ রান। ইনিংসের ১২তম ওভারে ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে। ১১.৫ ও🦄ভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেন ডাকেট। ৩৫ রান করে ডাকেট সাজঘরে ফিরলে তিন নম্বরে ব্যাট করতে নামেন ওলি পোপ।
যদিও পোপ বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। ইনিংসের ১৪.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা পড়েন তিনি। ১ রান করে পোপ আউট হলে চার নম্বরে ব্যাট করতে নামেন জো রুট। তবে মাঠে নামা মাত্রই তাঁর꧑ বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদান জানায় ভারত।
১৪.৬ ওভারে জাদেজার বলে༺ সুইপ শট খেলার চেষ্টা করেন রুট। বল রুটের প্যাডে লাগার পরে বোলার জাদেজা-সহ ভারতীয় ক্রিকেটাররা এলবিডব্লিউর জোরালো আবেদন জানান। আম্পায়ার আউট দেননি। ভারত অধিনায়ক রোহিত শর্মা বোলার ও কিপারেরꦆ সঙ্গে আলোচনার পরে রিভিউয়ের সিদ্ধান্ত নেন।
বল তৃতীয় আম্পায়ারের কোর্টে যায়। যদিও আল্ট্রা-এজ প্রযুক্তিতে বল ব্যাটে লেগেছে কিনা তা জানার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সকলকে। বোঝাই যাচ্ছিল যে, প্রযুক্তির ব্যবহার এক্ষেত্রে সহজলভ্য ছিল না। শেষে যখন আল্ট্রা-এজ ব্যবহার করে রিপ্লে দেখানো হয়, বোঝা মুশকিল ছিল বল যথাযথ ব্✨যাটে লেগেছে নাকি সরাসরি প্যাডে গিয়ে আঘাত করে।
কেননা বল𓂃 পিচে ড্রপ করা𝓀র পর থেকে প্যাডে লাগা পর্যন্ত আগাগোড়া আল্ট্রা-এজে স্পাইক দেখা যায়। বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় তুলনায় একটু বেশি তরঙ্গ দেখেই তৃতীয় আম্পায়ার এক্ষেত্রে জো রুটকে নট-আউট ঘোষণা করেন। তিনি সিদ্ধান্ত নেন যে, বল রুটের ব্যাটের কানায় লেগে প্যাডে আঘাত করেছে। সেই কারণে বল ট্র্যাকিংয়ের প্রয়োজনও মনে করেননি তৃতীয় আম্পায়ার।
সব দেখে শুনে ধারাভাষ্য দেওয়ার সময়ে রবি শাস্ত্রী বলে বসেন যে, এক্ষেত্রে জো রুট বেনিফিট অফ ডಌাউট পেয়ে গেলেন। রুট সেই সময়ে শূন্য রানে 🐼ব্যাট করছিলেন।