কলকাতা নাইট রাইডা♛র্সের পেসার বৈভব অরোরা নজর কাড়লেন বিজয় হাজারে ট্রফিতে। তাও আবার মহারাষ্ট্রে মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তিনি নজর কাড়লেন। শনিবার ম্যাচ ছিল হিমাচল প্রদেশ বনাম মহারাষ্ট্রের। সেখানেই ব্যাটে বলে নজর কাড়লেন কলকাতা নাইট রাইডার্সে খেলা এই ডানহাতি পেসার।
আরও পড🌃়ুন-‘আমি কখনও আগে দ্রাবিড়কে এমন উচ্ছাস করতে দেখিনি,আমার জন্যই’!🅺 কোন রহস্য ফাঁস অশ্বিনের
নজর কাড়লেন নাইট তারকা-
বৈভব অরোরাকে এতদিন💫 সাধারণত বোলার হিসেবেই সকলে চিনত, যদিও তাঁর ব্যাটের হাত যে নিতান্তই খারাপ ন🎉য় সেটাই প্রমাণ করে দিলেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে বোলিং করতে এসে যেমন নিলেন পাঁচ উইকেট। তেমন ব্যাট হাতে করলেন ২৪ বলে ২৮ রান। দল হারল ৮৪ রানের ব্যবধানে, কিন্তু ছোট দলের হয়ে বড় দলের বিরুদ্ধে খেলে নজর কাড়লেন তিনি।
Video-ফের ল্যাবুশানের সঙ্গে 🎐বেল নিয়ে তুকতাক সিরাজের!ꦜ কাজে এল! তবে এবার আউট খোয়াজা
হিমাচল প্রদেশকে হারাল মহারাষ্ট্র
বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের 🔴রান ছিল ৫০ ওভারে ৩৬০ রান। হিমাচল প্রদেশ টস জিতে বোলিং করতে আসে। জোড়া ওপেনার দ্রুত সাজঘরে ফিরলেও এরপর ফার্স্ট ডাউনে নামা সিদ⛎্ধেশ বীর এবং চার নম্বরে আসা অঙ্কিত বাওনের মধ্যে ২৫৩ রানের পার্টনারশিপ করে। আজিম কাজি করেন ১৭ বলে ২৮ রান, কিন্তু সব নজরই কেড়ে নেন কেকেআরের হয়ে খেলা হিমাচল প্রদেশের পেসার বৈভব অরোরা।
১০ ওভারে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট বৈভবের-
১০ ওভার বোলিং করে ১টি মেডেন ওভার করেন তিনি। রান দেন ৪৩, আর তুলে নেন ৫টি উইকেট। মহারাষ্ট্র♉ের আজিম কাজিকে ২৮ রানে আউট করেন তিনি। নিখিল নাইককে ১৫ রানে সাজঘরে ফেরান। সত্যজিত বাচ্ছাওকে ৮ রানে, মুকেশ চৌধুরীকে ০ রানে এবং প্রদীপ দাধেকে ০ রানে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। লিস্ট এ কেরিয়ারে এটাই তাঁর সেরা বোলিং ফিগার।
পাঁচ উইকেটের ব্যাট হাতে ২৮ রান-
জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ২৭৬ রানেই অলআউট হয়ে যায় হিমাচল প্রদেশ। প্রশান্ত চোপড়া করেন ৮৭ রাꦕন, মনি শর্মা কর🌠েন ৫৪ রান। অপূর্ব ওয়ালিয়া করেন ৪৫ রান। ২টি চার এবং একটি ছয় মেরে বৈভব অরোরা ২৪ বলে করেন ২৮ রান।