Yuvraj Singh catch in Masters League: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার হলেন যুবরাজ সিং। ক্যান্সারের পাশাপাশি তিনি বর্তমানে বয়সকেও হার মানিয়েছেন। ৪৩ বছর বয়সেও যুবরাজ সিংয়ের ফিল্ডিং দক্ষতা অটুট রয়েছে। তারই প্রমাণ পাওয়া গেল আন্তর্জাতিক মাস্টার্স লিগে। শনিবার ইন্ডিয়া মাস্টার্স ও শ্রীলঙ্কা ඣমাস্টার্সের মধ্যকার ম্যাচে যুবরাজ সিং বাউন্ডারি লাইনে এক অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছেন। এই দৃশ্য দেখে ক্রিকেট দুনিয়া অবাক হয়ে যায়, আর যুবরাজ সিংয়ের ক্যাচ নেওয়ার এই ভিডিয়োটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ইরফান পাঠানের বোলিংয়ে ক্যাচটি নিয়েছিলেন যুবরাজ সিং। শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে লং অনের ওপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন, কিন্তু যুবরাজ সিং অবিশ্বাস্যভাবে লাফিয়🙈ে ডাইভ দিয়ে বলটি লুফে নেন। স্টেডিয়ামে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। এমনকি গ্যালারিতে বসে থাকা ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরও দর্শক আসনে বসে বিস্ময়ের অভিভূত হয়ে যান।
দেখুন সেই ক্যাচের ভিডিয়ো-
এই ম্যাচে শ্রীলঙ্কা মাস্টার্সের বিরুদ্ধে ভারত মাস্টার্স ৪ রানের রোমাঞ্চকর জয় 💧পেয়েছে। নাভি মুম্বইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ২০ ওভারে ২২২/৪ রান সংগ্রহ করেছে। গুকিরাত সিং (৪৪), স্টুয়ার্ট বিনি (৬৮), যুবরাজ সিং (৩১ অপরাজিত) ও ইউসুফ পাঠান (৫৬ অপরাজিত) দলের পক্ষে সর্বোচ্চ রান করেন।
আরও পড়ুন … ভিডিয়ো: আমরা ২২ জন ভারতীয়কে ছেড়ে♐ দিয়েছি…. IND v🉐s PAK ম্যাচের আগে PCB প্রধানের অবাক করা মন্তব্য
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন কুমার সাঙ্গাকারা। তবে ভারতীয় দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন ইরফান পাঠান, যিনি এ দিনের ম্যাচে ৩টি উইকেট শিকার ক𝐆রেছিলেন। ম্যাচ শেষে যুবরাজ বলেন, ‘অসাধারণ অনুভূতি। মাঠে ফিরতে পারা সবসময়ই দারুণ লাগে। এই স্টেডিয়ামটি সবসময়ই বিশেষ, আজকের পরিবেশও দারুণ ছিল। সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা ক্রিকেটকে সমর্থন জানাচ্ছেন।’
আরও পড়ুন … Champions Trophy 2025: গড় ৭১.৯৬! 'অ্যাটাকিং' রোহিতের সঙ্গে 'ধীไরস্থির' গিলের জুটি ঘুম কাড়বে শাহিনদের?
যুবরাজ সিং আরও বলেন, ‘জয় পাওয়াটা দারুণ ব্যাপার, পয়েন্ট সংগ্রহ করাটাই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা কিছু ভালো পার্টনারশিপ গড়েছিল, কিন্তু আমাদের বোলাররা ঠিক সময়েই আঘাত হেনেছে। মিথুন দারুণ শেষ ওভার করেছে, ইরফান মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করেছে। বিনি ভালো ব্যাটিং করেছে এবং ই✤উসুফ দুর্দান্ত ইনিংস খেলেছে।’ ভারত মাস্টার্স আগামী মঙ্গলবার ইংল্যান্ড মাস্টার্সের বিরুদ্ধ মাঠে নামবে।