ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর ফাইনাল ম্যাচটি ৬ অক্টোবর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং সেন্ট লুসিয়া কিংসের মধ্যে খেলা হয়েছিল। এই ম্যাচে ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বে সেন্ট লুসিয়া বিস্ময়কর কাজ করে শিরোপা দখল করে। রোহিত শর্মা এবং লিওনেল মেসির মতো স্টাইলে ট্রফি তুলেছিলেন ফ্যাফ ডু প্ল🏅েসি। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।
অনন্য নজির গড়েন ফ্যাফ ডু প্লেসি
এই ম্যাচে অনন্য নজির গড়েন ফ♐্যাফ ডু প্লেসি। নিজের দল সেন্ট লুসিয়া কিংসকে চ্যাম্পিয়ন করে মহেন্দ্র সিং ধোনি, মিসবাহ উল হক, ইমরান তাহির ও মাইক হাসির দলে জায়গা করে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। পুরুষদের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ চ্যাম্পিয়ন হওয়া চল্লিশ বছর বয়সি অধিনায়কের তালিকায় জায়গা করেছে ফ্যাফ ডু প্লেসি। ২০১৬ সালে বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ৪০ উর্ধ্ব অধিনায়ক মাইক হাসির দল। ২০১৬ সালেই পিএসএল জিতে ছিল মিসবাহ🐻-উল-হকের দল। তখন মিসবাহ-উল-হকের বয়স ৪০ টপকে ছিল। ২০২১ সালে ও ২০২৩ সালে এমএস ধোনির দল যখন আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল তখন মাহির বয়সও চল্লিশ টপকে গিয়েছিল। ২০২৩ সালে চল্লিশ উর্ধ্ব ইমরান তাহিরের দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিল। এবার ফ্যাফ ডু প্লেসির দল সিপিএল চ্যাম্পিয়ন হল। এই সময়ে ফ্যাফ ডু প্লেসিরও চল্লিশ বছর হয়ে গিয়েছে।
আরও পড়ুন… IND vs BAN: অধিনায়ক সূর্যকুমার যাদব কেন সকলের প্রিয়? রহস্য ফাঁস কর🐠লেন মায়াঙ্ক যাদব ও নীত💮ীশ রেড্ডি
পুরুষদের টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ জিতেছে চল্লিশ বছর বয়সি অধিনায়ক:-
মাইক হাসি - বিবিএল ২০১৬
মিসবাহ-উল-হক - পিএসএল ২০১৬
এমএস ধোনি - আইপিএল ২০২১
এমএস ধোনি - আইপিএল ২০২৩
ইমরান তাহির - সিপিএল ২০২৩
ফ্যাফ ডু প্লেসি - সিপিএল ২০২৪ (গতকাল)
আরও পড়ুন… ভিডিয়ো: ১০ꦉ নম্বরে ব্যাট করতে নেমে আবারও বড় ছক্কা হাঁকালেন! ১৮ বছর আগের স্ম🦹ৃতি মনে করালেন শ্রীসন্থ
মেসি-রোহিতের স্টাইলে ট্রফি তুললেন ফ্যাফ ডু প্লেসি
২০২২ সালে, আর্জেন্তিনা ফিফা বিশ্বকাপ ২০২২ জেতার পর মেসি দর্শনীয় স্টাইলে বিশ্বকাপ ট🉐্রফি তুলেছিলেন। আস্তে আস্তে ট্রফিটা তুলেছিলেন তিনি। মেসির এই স্টাইল বিশ্বজুড়ে সকলে পছন্দ করেছিলেন। তার ভিডিয়ো বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার বিষয় হয়ে ওঠ🍰েছে। এর পরে, ২০২৪ বিশ্বকাপের শিরোপা জেতার পরে, রোহিত শর্মা মেসির মতো একই স্টাইলে ট্রফি তুলেছিলেন। এখন মেসি ও রোহিতের মতো একই স্টাইলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ এর (সিপিএল) ট্রফি তুলেছেন ফ্যাফ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ফ্যাফের এই ভিডিয়ো।
ম্যাচটি কেমন হয়ে ছিল
প্রথমে ব্যাট করে গায়ানা নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তোলে। দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান মঈন আলি ২০ বলে ১৪ রান করেন। যেখানে শূন্য রান করেন রহমানউল্লাহ গু🅺রবাজ। এর পর হতাশ করেন শাই হোপও। যদিও তিনি নিশ্চিতভাবে ক্রিজে কিছ൲ুটা সময় কাটিয়েছেন। তিনি ২২ রান করেছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮.১ ওভারে ম্🍃যাচ জিতে নে🌞য় সেন্ট লুসিয়া। লুসিয়ার হয়ে সবচেয়ে বেশি রান করেন অ্যারন জোন্স। তিনি ৪টি ছক্কা ও ২টি চারের সাহায্যে ৪৮ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়াও ২১ রান করেছিলেন ফ্যাফ ডু প্লেসি। এছাড়া রোস্টন চেজ ৩৯ বলে ২২ রান করেন। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় লুসিয়া। লুসিয়ার পক্ষে স্পিন বোলার নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেন এবং ৩ উইকেট শিকার করেন।