রবিবার কলকাতায় শুরু হল ভারতীয় দলের ভিয়েতনাম সফরের প্রস্তুতি পর্ব। ভারতীয় দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ মনে করেন তাঁর দলের ফুটবলাররা ফিটনেসের দিক থেকে বর্তমানে অনেক ভালো জায়গায় আছেন। আসন্ন ভিয়েতনাম সফরে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় হতাশ ভারত🐻ীয় দলের হেড কোচ। তবে পাশাপাশি তিনি এও বলছেন যে, একটি ম্যাচ কমে যাওয়ায় ভারতীয় দলের ফুটবলাররা আরও কয়েকদিন বেশি একসঙ্গে অনুশীলন করতে পারবেন। এর ফলও খারাপ হবে না।
রবিবার সকালে কলকাতায় প্রথম অনুশীলনের পর মানোলো মা⛦র্কুয়েজ বলেন, ‘শারীরিকভাবে অবশ্যই আমরা প্রাক-মরশুম সময়ের তুলনায় এখন ভালো অবস্থায় আছি। এখনও কিছু খেলোয়াড় ভালো পারফর্ম করছেন। কিন্তু তারা এখানে নেই। আমরা এখনও মরশুমের শুরুতে আছি। আমরা এই খেলোয়াড়দের ডেকেছি কারণ আমরা মনে করি তারা ভিয়েতনামের বিরুদ্ধে খেলার জন্য সেরা।’
ভারতীয় দল ভিয়েতনামের বিরুদ্ধে তাদের দেশে একমাত্র প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ১২ অক্টোবর। ম্যাচটি ভিয়েতনামের নাম ডিন শহরের থিয়েন ট্রুং স্টেডিয়ামে ꦍঅনুষ্ঠিত হবে এবং ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু হবে। প্রাথমিক সূচী অনুযায়ী, ভারতের ৯ অক্টোবর ভিয়েতনামের এবং ১২ অক্টোবর লেবাননের বিরুদ্ধে খেলার কথা ছিল। কিন্তু নতুন পরিস্থিতিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনের কাছে ভারত-ভিয়েতনাম ম্যাচটি ১২ অক্টোবর করার অনুরোধ করে ভারতীয় ফেডারেশন, যাতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন রাজি হয়ে যায়।
নিজেদের প্রস্তুতির পরিকল্পনার কথ𒁃া বলতে গিয়ে মানোলো মার্কুয়েজ বলেন, ‘শুধুমাত্র একটি ম্যাচ খেলব আমরা, এটা যেমন খারাপ, তেমনই এর ভালো ব্যাপার হল প্রস্তুতির জন্য একটু বেশি সময় পেয়ে যাচ্ছি আমরা। যদি আমাদের ৯ তারিখে খেলতে হতো, তাহলে আꦏমরা মাত্র দু’দিন অনুশীলন করতে পারতাম। এখন আমরা অন্তত চার বা পাঁচটি সেশন হাতে পাব। আমি মনে করি, খেলোয়াড়রা আমাদের দর্শন ভালভাবে বুঝতে পারবে। দেখা যাক এই সময়টা আমাদের জন্য যথেষ্ট কি না। তবে জাতীয় দলের ম্যাচের আগে কয়েকটি সেশন থাকা প্রয়োজন ছিল।’
আরও পড়ুন… IND vs PAK: জেতඣার ঠিক আগে চোখে জলে মাঠ ছাড়লেন হরমনপ্রীﷺত! ক্যাপ্টেনের চোট নিয়ে আপডেট দিলেন স্মৃতি
দলের প্রস্তুতির সূচনা নিয়ে মানোলো মার্কুয়েজ বলেন, ‘খেলোয়াড়দের মনোভাব ভালো ছিল। ওদের মধ্যে কয়েকজন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়। যারা গতকালই ম্যাচ খেলেছে। এমনকী, এফসি গোয়াও আগের দিন খেলেছিল। তাদের ইতিবাচক মনোভাব আমার পছন্দ হয়েছে।’ প্রতিপক্ষ ভিয়েতনাম সম্পর্ꦓকে মানোলো মার্কুয়েজ বলেন, ‘ভিয়েতনামও আমাদের ম🃏তো একই পরিস্থিতিতে রয়েছে। তাদের লিগেও চার-পাঁচটি ম্যাচ হয়েছে। তাই আমাদের দুই পক্ষেরই একই অবস্থা।’
ভারতীয় দলে﷽ কয়েকজন নতুন মুখ রয়েছে, যেমন ডিফেন্ডার আকাশ সাঙ্গওয়ান ও ২১ বছর বয়সি মিডফিল্ডার লালরিনলিয়ানꦇা হ্নামতে, যারা প্রথম জাতীয় দলের ডাক পেয়েছেন। ফারুখ চৌধুরি তিন বছর পর ফের ভারতীয় দলে ফিরেছেন। ২০১৮ সালে আত্মপ্রকাশ করেন এই ফরোয়ার্ড এবং ভারতের হয়ে ১৪ টি ম্যাচ খেলেছেন। এই দল থেকে বাদ পড়েছে ইস্টবেঙ্গলের নন্দকুমার ও মোহনবাগানের অনিরূদ্ধ থাপা। চোট থাকায় দলে নেই সাহাল আবদুল সামাদ। এই দলে একমাত্র বাঙালি শুভাশিস বোস।
আরও পড়ুন… ভিড෴িয়ো: IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত?
ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য ভারতের ২৩ সদস্যের দল:
গোলকিপার: গুরপ্রীত🗹 সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ।
ডিফেন্ডার: নিখিল পূজারি, র👍াহুল ভেকে, চিংলেনসানা সিং, আনো��য়ার আলি, আকাশ সাঙ্গওয়ান, শুভাশিস বোস, আশিস রাই, মেহতাব সিং, রোশন সিং নাওরেম।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, লালরিনলিয়ানা হ্নামতে, জি🐼কসন সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, লালেংমাওয়া রালতে (আপুইয়া), লালিয়ানজুয়🅘ালা ছাঙতে।
ফর✱োয়ার্ড: এডমন্ড লাল🔴রিন্ডিকা, ফারুখ চৌধুরি, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।
এই দলে মানোলো মার্কুয়েজের সহকারী কোচ মহেশ গাওলি ও বেনিটো মন্টালভো। গোলরক্ষক কোচ হিসেবে রয়েছেন মার্ক গামন। সোমবার রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল। সেখানে পৌঁও✤ছেও তারা অনুশীলন করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।