শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচ জিতে আইপিএল ২০০২৪-এর প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছ♔ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরশুমে আরসিবি এমন একটি দল ছিল, যাদের সমর্থকেরা ভাবতেও পারেনি যে তাদের দল প্লে অফে পৌঁছাতে পারবে। আসলে তাদের প্রথম চারে পৌঁছানোর আশা খুবই কম ছিল। এর কারণ হল প্রথম আট ম্যাচে দলের পার♍ফরম্যান্স ছিল বেশ খারাপ।
এদিকে চেন্নাই সুপার কিংস তাদের শেষ লিগ ম্যাচে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল, যে কারণে তারা প্লে অফের দৌড়ের বাইরে চলে যায়। এই ম্যাচের পরে, অনেক মুহূর্ত এবং ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেগুলো থেকে এই দুই দলের প্রতি তাদের প্রাক্তনীদের আবেগটা ফুটে উঠেছে। তাদের মধ্যে অম্বাতি রায়ডুর একটি ভিডিয়꧟ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… বাংলা ফুটবলে লক্ষ্মীলাভ, IFA-♑র 𓆉সঙ্গে তিন বছরে সাড়ে সাত কোটি টাকার চুক্তি করল শ্রাচী গ্রুপ
আরসিবির জয়ের পর ভেঙে পড়লেন অম্বাতি রায়ডু
চেন্নাই সুপার কিংসের এই প্রাক্তন খেলোয়াড় বর্তমানে স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য করছেন অম্বাতি রায়ডু। RCB vs CSK ম্যাচের পরবর্তী সময়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আরসিবির জয়ের পর মুখে হাত রেখে চমকে গিয়েছিলেন অম্বাতি রায়ডু। দেখে মনে হচ্ছে রায়ডু আরসিবি জিতবে বলে আশা করেননি এবং চেন্নাই সুপার কিংস জিতবে বলে আশা করেছিলেন। শুধু তাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚই নয়, দীর্ঘক্ষণ মুখে হাত রেখে অবাক হয়েছিলেন অম্বাতি রায়ডু।
ক্রিস গেইলকে স্যালুট জানিয়েছেন মহম্মদ সিরাজ
ম্যাচ শেষে আরসিবি দল মাঠে ঘুরে ভক্তদেꦏর ধন্যবাদ জানায়। এদিকে, ধন্যবাদ জানাতে গিয়ে মহম্মদ সিরাজ প্রাক্তন আরসিবি প্রাক্তনী ক্রিস গেইলকে স্যালুট করা থেকে নিজেকে আটকাতে পারেননি। ক্রিস গেইলকে একবার নয় দুবার স্যালুট করেছেন তিনি। আসুন আমরা আপনাকে বলি যে ক্রিস গেইল আইপিএলে RCB-এর হয়ে খেলেছেন। বেঙ্গালুরুর হয়ে তার নামে অনেক রেকর্ডও রয়েছে।
আরও পড়ুন… দ্রাবিড✤়ের পরে কে হবে ভারতীয় দল🐽ের হেড কোচ ? গম্ভীর থেকে জয়াবর্ধনে, ভেসে উঠছে ৫টি নাম
বেঙ্গ🥀ালুরুর জয়ের পর, ক্রিস গেইল আরসিবি ড্রেসিংরুমে পৌঁছে বিজয় উদযাপনে অংশ নেন। বিরাট কোহলির পাশাপাশি তিনি অন্য খেলোয়াড়দেরও জড়িয়ে ধরেন।
হায়দরাবাদ বা রাজস্থানের মুখোমুখি হবে বেঙ্গালুরু
এখন বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ হবে রাজস্থান বা হায়দরাꦿবাদের বিরুদ্ধে। কারণ কলকাতা ছাড়া বাকি টপ-২ দলের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ রাজস্থান জিতলে কলকাতার বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। যদি এটি হারে এবং হায়দরাবাদ জিতলে রাজ𒁃স্থান তার ম্যাচটি বেঙ্গালুরুর সঙ্গে খেলবে।