সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন আইপিএল ২০২৪-এ দারুণ ফর্মে রয়েছেন। খুব ভালো ব্যাটিং করছেন তিনি। চলতি মরশুমে হায়দরাবাদ দল একাধিকবার ২০০-এর বেশি রান করার পিছনে এনরিখ ক্লাসেনের ব্যাট অন্যতম কারণ। চলতি মরশুমে নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে ভারতীয় ভক্তদের পাগল করে দিয়েছেন দক্ষি🌊ণ আফ্রিকান এই ব্যাটসম্যান। সেই কারণে তাঁর জনপ্রিয়তা ভারতে দিনে দিনে বেড়েছে।
সম্প্রতি সেই ছবি ধরা পড়ল। হায়দরাবাদের একটি মলে পৌঁছেছিলেন এনরিখ ক্লাসেন। এই সময় দলের আরেক খেলোয়াড় জয়দেব উনাদকাটও তার সঙ্গে ছিলেন। এই সময় মলে ভক্তদের ব্যাপক ভিড় দেখা যায়।🌱 নিজেকে ভিড় দিয়ে ঘেরা দে✨খে এনরিখ ক্লাসেন একটু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। যেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
ভক্তদের ভিড়ে অবাক হয়েগিয়েছিলেন ক্লাসেন
আসলে, একটি অনুষ্ঠান চলাকালীন হায়দরাবাদের একটি মলে পৌঁছে🥀ছিলেন এনরিখ ক্লাসেন। যেখানে ক্লাসেনের আগমনের খꦛবর পাওয়া মাত্রই ব্যাপক ভিড় দেখা যায়। একটা সময় ক্লাসেনকে ভিড় ঘেরাও করতে দেখা যায়। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কিছু দিন আগে।
আরও পড়ুন… ICC Champions Trophy 2025 কে💟 সামনে রেখে PCB-র বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL
বর্তমানে কোন ভিডিয়ো ভাইরাল হচ্ছে-
তবে বর্তমানে একটা ভিডিয়ো ভাইরাল হচ্ছে যেখানে ক্লাসেনকে এই ভিড়কে শান্ত করতে দেখা যাচ্ছিল। বর্তমানে꧃ ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে ভিড়কে সান্ত করছেন এনরিখ ক্লাসেন। মনে হচ্ছিল ভিড় দেখে একটা সময় নিজের মেজাজই হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা♌র এই তারকা ক্রিকেটার।
এখন প্রশ্ন হল এই তারকা ক্রিকেটারদের পাশে কোনও নিরাপত্তারক্ষী নেই কেন? যদি এই ভিড়ে ক্লাসেনের সঙ্গে বিপদ ঘটে যেত তখন কী হত? সানরাইজার্স হায়দারাবাদের টিম ম্য়ানেজমেন্টকে এই প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তবে এই ঘটღনা নিয়ে কোনও কথাই 🧸বলেনি SRH কর্তৃপক্ষ।
আরও পড়ুন… বজরং পুনিয়ার জন্য বড় ধাক্কা! কুস্তিগীরকে সাসপেন্ড করল NADA... প্রকা𓃲শ্য♑ে এল বড় কারণ
আইপিএল ২০২৪-এ এনরিখ ক্লাসেনের পারফরম্যান্স
সানরাইজার্স হায়রাবাদ আইপিএল ২০২৪-এ দুর্দান্ত ফর্মে রয়েছে। দলের ব্যাটিং নিয়ে যদি কথা বলি, অন্য দলের চেয়ে SRH -কে অনেক শক্তিশালী দেখাচ্ছে। একসঙ্গে, ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা দলকে একটি উড়ন্ত সূচনা দিচ্ছে। এরপর দলের হয়ে দারুণ ফিনিশিং করছেন এনরিখ ক্লাসেন। এই মরশুমে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছেন ক্লাসেন। যেখানে তিনি ১৮৯ স্ট্রাইক রেটে ৩৩৭ রান করেছেন। এই সময়ে ব্যাট হাতে তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। এই মরশুমে ক্লাসেন হায়দরাবাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ꦇযেখানে সানরাইজার্স হায়দরাবাদ ১০ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।